ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছিনতাইকারীকে নিয়ে দুই থানা পুলিশের হাতাহাতি

প্রকাশিত: ০৬:৪২, ১৫ আগস্ট ২০১৮

 ছিনতাইকারীকে নিয়ে দুই থানা পুলিশের হাতাহাতি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ এক ছিনতাইকারীকে নিয়ে রাজশাহীতে দুই থানা পুলিশের মধ্যে উত্তেজনার পর ধাক্কাধাক্কি, হাতাহাতি ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তারা গিয়ে সালিশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। জেলার পুঠিয়া ও মহানগরের বেলপুকুর থানা পুলিশের মধ্যে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের বাঁশপুকুর এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। দুই মোটরসাইকেলে চার ছিনতাইকারী দুর্গাপুরের ফয়সাল নামের এক ফল ব্যবসায়ীর ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলসহ এক ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। এ সময় তার মোটরসাইকেল পুড়িয়ে দেয় তারা। আটক ছিনতাইকারীর নাম মহিদুল ইসলাম (২৭)। তার বাড়ি চারঘাট উপজেলার বাগুরিয়া এলাকায়। পুঠিয়া ও বেলপুকুর থানার সীমান্তে এ ঘটনার খবর পেয়ে সেখানে দুই থানার পুলিশ উপস্থিত হয়। এর মধ্যে এসআই বজলুর রহমানের নেতৃত্বে পুঠিয়া থানা পুলিশ ও এসআই রউফ ও সেলিম রেজার নেতৃত্বে বেলপুকুর থানার পুলিশ যায় সেখানে। উভয় থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জনরোষ থেকে ছিনতাইকারী মহিদুলকে উদ্ধার করে। পরে মহিদুলকে কোন থানায় নেয়া হবে এ নিয়ে বেলপুকুর থানার এসআই রউফের সঙ্গে বজলুর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতির পর এসআই রউফ লাঠিচার্জ করে।
×