ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাশিয়া-ইরানসহ পাঁচ দেশের ঐতিহাসিক কনভেনশন সই

প্রকাশিত: ০৫:২৮, ১৫ আগস্ট ২০১৮

  রাশিয়া-ইরানসহ পাঁচ দেশের ঐতিহাসিক কনভেনশন সই

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর ঐতিহাসিক কনভেনশন সইকে স্বাগত জানিয়েছেন। মহাসচিবের মুখপাত্র এক বিবৃতিতে একথা জানিয়েছেন। কাস্পিয়ান সাগরের আইনী অবস্থান নিয়ে ইরান, রাশিয়া, আজারবাইজান, কাজাখস্তান ও তুর্কমেনিস্তান এ ঐতিহাসিক কনভেনশনে সই করে। কনভেনশন সইয়ের অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, কাজাখস্তানের প্রেসিডেন্ট নূর সুলতান নাজারবায়েভ এবং তুর্কমেনিস্তানের গুরবাঙ্গুলি বারদিমুখামেদভ উপস্থিত ছিলেন। এএফপি। ওই বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ মহাসচিব কাস্পিয়ান সাগরের আইনী অবস্থান নিয়ে ইরান, রাশিয়া, আজারবাইজান, কাজাখস্তান ও তুর্কমেনিস্তানের কনভেনশন সই করাকে স্বাগত জানিয়েছেন। ওই মুখপাত্র আরও বলেন, এই ঐতিহাসিক দলিল আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব স্পষ্ট করছে, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য অপরিহার্য।
×