ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বসবাসযোগ্য শহরের তালিকার শীর্ষে ভিয়েনা

প্রকাশিত: ০৫:২৮, ১৫ আগস্ট ২০১৮

 বসবাসযোগ্য শহরের তালিকার শীর্ষে  ভিয়েনা

অস্ট্রেলিয়ার মেলবোর্নকে হটিয়ে বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। বিভিন্ন দেশের ১৪০টি শহরের ওপর জরিপ চালিয়ে ইকোনমিস্ট ইন্টিলিজেন্স ইউনিট (ইআইইউ) এ ‘গ্লোবাল লিভেবলিটি ইনডেক্স’ প্রস্তুত করেছে। ওয়েবসাইট। ইআইইউ-র আগের সাতটি তালিকায় বাসযোগ্যতা বিবেচনায় মেলবোর্নের অবস্থান সবার উপরে থাকলেও ভিয়েনা খুব একটা পিছিয়ে ছিল না। পশ্চিম ইউরোপের বিভিন্ন শহরে সন্ত্রাসী হামলার ঝুঁকি কমায় ও অস্ট্রিয়ার রাজধানীতে অপরাধ সংঘটনের নিম্নহার এবারের বার্ষিক জরিপে ভিয়েনাকে শীর্ষে এনেছে। পরামর্শক প্রতিষ্ঠান মেরসেরের জীবনমান বিবেচনায় করা শহরের তালিকায় ভিয়েনা সবসময় উপরের দিকে থাকলেও শহরটি এবারই প্রথম ইআইইউ-র তালিকার শীর্ষস্থান পেল। তাদের বসবাসযোগ্য শহরের তালিকার একেবারে তলানিতে আছে সিরিয়ার রাজধানী দামেস্ক; তলানির দ্বিতীয় শহরটি বাংলাদেশের রাজধানী ঢাকা ও এর উপরে আছে নাইজিরিয়ার রাজধানী লাগোস। বসবাসযোগ্যতায় নিচের দিকে থাকা দশটি শহর নির্বাচনের ক্ষেত্রে অপরাধ, নাগরিক অস্থিরতা, সন্ত্রাসবাদ ও যুদ্ধ ‘জোরালো ভূমিকা’ পালন করেছে বলে জানিয়েছে ইকোনমিস্ট ইন্টিলিজেন্স। তাদের জরিপে অবশ্য তুলনামূলক বিপজ্জনক রাজধানী হিসেবে পরিচিত বাগদাদ ও কাবুলের মতো শহরগুলো স্থান পায়নি। ‘অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়া সন্ত্রাসবাদের ঝুঁকি গত কয়েক বছর ধরে ইউরোপের শহরগুলো ওপর প্রভাব ফেললেও গত বছর সেগুলো অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। অনেকদিন ধরে তালিকার শীর্ষস্থানে থাকলেও মেলবোর্নকে হটিয়ে ভিয়েনার প্রথম হওয়ার পেছনে স্থিতিশীলতা বিভাগে অস্ট্রিয়ার রাজধানীর উন্নতিই প্রধান ভূমিকা রেখেছে,’ মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ইকোনমিস্ট ইন্টিলিজেন্স ইউনিট।
×