ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রিটেনে পার্লামেন্টের বাইরে মানুষের ওপর গাড়ি

প্রকাশিত: ০৫:২৬, ১৫ আগস্ট ২০১৮

   ব্রিটেনে পার্লামেন্টের বাইরে  মানুষের ওপর গাড়ি

যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনের বাইরে নিরাপত্তাবেষ্টনীতে গাড়ির ধাক্কায় কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার কিছু সময় পর লন্ডনে কেন্দ্রস্থলে এ ঘটনার পরপরই সশস্ত্র পুলিশ, এ্যাম্বুলেন্স ও দমকলকর্মীরা ছুটে আসে। ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে আঘাত হানা গাড়িটি ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে দুর্ঘটনায় ক’জন সাইক্লিস্ট আহত হয়েছেন বলা জানানো হয়েছে। আহতদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে দুই ব্যক্তিকে চিকিৎসা দেয়ার পর তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে লন্ডন এ্যাম্বুলেন্স সার্ভিস। ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোন সংশ্লিষ্টতা আছে কি না স্কটল্যান্ড ইয়ার্ড তা নিশ্চিত করতে না পারলেও প্রত্যক্ষদর্শীদের অনেকেই বলছেন, চালক ইচ্ছাকৃতভাবেই রুপালি রঙের ছোট গাড়িটিকে সাধারণ মানুষের ওপর চালিয়ে দিয়েছিলেন। কাছাকাছি ওয়েস্টমিনস্টার টিউব স্টেশন বন্ধ করে দেয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলিব্যাঙ্ক, পার্লামেন্ট স্কয়ার ও ভিক্টোরিয়া টাওয়ার গার্ডেনের আশপাশের রাস্তা ঘিরে রেখেছে। পুলিশ সন্ত্রাসবাদবিরোধী নিরাপত্তা বলয় তৈরি করায় সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে নেয়া হচ্ছে। যুক্তরাজ্যের পার্লামেন্টে এখন কোন অধিবেশন চলছিল না বলে জানিয়েছে বিবিসি। -বিবিসি
×