ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গ্রেফতার হওয়া ছাত্রদের মুক্তি দেয়ার অনুরোধ এরশাদের

প্রকাশিত: ০৫:১৯, ১৫ আগস্ট ২০১৮

 গ্রেফতার হওয়া  ছাত্রদের  মুক্তি দেয়ার অনুরোধ এরশাদের

স্টাফ রিপোর্টার ॥ নিরাপদ সড়কের দাবি নিয়ে আন্দোলনে নেমে গ্রেফতার হওয়া ছাত্রদের ‘নিঃশর্ত’ মুক্তি দিতে সরকার প্রধানের প্রতি ‘অনুরোধ’ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার জাতীয় পার্টির পাঠানো এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মাতৃজ্ঞানে’ শিক্ষার্থীদের মুক্তি দিয়ে ‘মহানুভবতা’ দেখাবেন বলে আশা করছেন এরশাদ। তবে নিরাপদ সড়কের আন্দোলনকে যারা ‘ভিন্ন খাতে’ প্রবাহিত করতে চেয়েছে- তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতেও অনুরোধ করেছেন তিনি। বিবৃতিতে এরশাদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কোমলমতি ছাত্র-ছাত্রীদের কাছে মায়ের সমান। তিনিও যথার্থ উপলব্ধি করে বলেছেন, আমাদের সন্তানরা আমাদের চোখ খুলে দিয়েছে। তিনি মাতৃজ্ঞানে কোন কালবিলম্ব না করে ছাত্রদের দাবি মেনে নিয়েছেন। তার এই মহানুভবতাকে সম্মান দেখিয়ে হলেও গ্রেফতার হওয়া ছাত্রদের মুক্তি দেয়া উচিত। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে রাজপথে নেমে আসা শিক্ষার্থীরা ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এসব ঘটনায় বহু শিক্ষার্থীকে আটক করে মামলা দেয় পুলিশ। এর মধ্যে ঢাকায় বিভিন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ২২ জনকে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদও করে। বিভিন্ন সংগঠন এবং নাগরিক সমাজের পক্ষ থেকে এই শিক্ষার্থীদের মুক্তি দেয়ার দাবি জানানো হলেও সরকার তাতে সাড়া দেয়নি। তারা কবে মুক্তি পাচ্ছে এ ব্যাপারে সরবকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোন আশ্বাসও মেলেনি। গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকেই সন্তানদের মুক্তি চাওয়া হয়েছে। সরকারের সঙ্গে এক বৈঠকে বিভিন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা নিরাপদ সড়কের আন্দোলনে গ্রেফতার শিক্ষার্থীদের জন্য সাধারণ ক্ষমার আবেদন জানিয়েছিলেন। কিন্তু শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাদের ‘না’ বলে দেন। বিবৃতিতে এরশাদ বলেন, ‘এদেশের সর্বস্তরের মানুষ এবং দলমত নির্বিশেষে যে ছাত্রদের অভিনন্দন জানিয়েছে- এখন তাদের মধ্যে আর কাউকে গ্রেফতার করে রাখা ঠিক হবে না।’
×