ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বন্দুকযুদ্ধে যুবক নিহত

প্রকাশিত: ০৫:১৯, ১৫ আগস্ট ২০১৮

 রাজধানীতে বন্দুকযুদ্ধে যুবক নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পৃথকস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। এ সময় দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার সকালে ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আর আহতদের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদ হাওলাদার জানান, মঙ্গলবার ভোরে খিলগাঁও নাগদারপাড় এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত (৩৫) এক যুবক গুলিবিদ্ধ হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সকাল ৬টার দিকে ঢামেক হাসপাতলের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের পরনে কালো গেঞ্জি ও জিন্স ছিল। এসআই আজাদ হাওলাদার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির ডান হাতে থাকা ৭.৬২ পিস্তল যার ম্যাগাজিনে তিন রাউন্ড গুলিভর্তি ছিল। তার পকেট হতে একটি স্যামসাং মোবাইল ও চারটি গুলির খোসা উদ্ধার করে। নিহত ওই ব্যক্তির পরিচয় উদঘাটনে চেষ্টা চলছে। পরে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে বলে এসআই আজাদ হাওলাদার জানান। এদিকে সোমবার মধ্যরাতে কদমতলী ধলেশ্বর এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। এ সময় পালিয়ে যাবার সময় আরও তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, সোমবার রাত দেড়টার দিকে কদমতলী ধলেশ্বর এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আহত হন ডাকাত শাহিন (১৮) ও মাসুম (২০)। তাদের উদ্ধার করে প্রথমে ঢামেক হাসপাতাল নিয়ে আসা হয়। পরে সেখান থেকে তাদের পঙ্গু হাসাপাতাল স্থানান্তর করা হয়। ওসি আব্দুল জলিল জানান, মধ্যরাতে ১৫ থেকে ১৬ জন ডাকাত জড়ো হয়েছেন। এমন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ককটেল ছোড়েন। পরে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে দুই ডাকাতের পায়ে গুলিবিদ্ধ হয়। বাকিরা পালিয়ে যায়। তিনি জানান, গুলিবিদ্ধ দুই ডাকাতসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে ১২টি ককটেল, চাপাতি ও সাবল উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
×