ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাইফার পরিবারকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না জানতে চেয়ে রুল

প্রকাশিত: ০৫:১৭, ১৫ আগস্ট ২০১৮

 রাইফার পরিবারকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না জানতে চেয়ে রুল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসকের অবহেলায় আড়াই বছরের শিশু রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনায় তার পরিবারকে কেন যথাযথ ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। পিতা সাংবাদিক রুবেল খানের দায়ের করা একটি রিটের প্রেক্ষিতে আদালত এ রুল জারি করে। একইসঙ্গে সংশ্লিষ্ট হাসপাতাল এবং চিকিৎসকের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। বিচারপতি সৈয়দ মোঃ দস্তগীর হোসেন ও বিচারপতি মোঃ ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করে আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল), বাংলাদেশ মেডিক্যাল এ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি এবং ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সংশ্লিষ্ট ৩ চিকিৎসককে এই রুলের জবাব দিতে বলেছেন। দৈনিক সমকাল চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার সাংবাদিক রুবেল খান গত ৯ আগস্ট রিট আবেদনটি করেছিলেন। মঙ্গলবার এ আবেদনের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট তাজুল ইসলাম ও মোঃ এনাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। উল্লেখ্য, গলাব্যথা এবং শরীরে জ্বর দেখা দেয়ায় গত ২৮ জুন বিকেলে রাইফাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন রাতে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে শিশু রাইফার মৃত্যু হয়।
×