ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন

প্রকাশিত: ০৫:১৩, ১৫ আগস্ট ২০১৮

প্রধানমন্ত্রী আজ টুঙ্গিপাড়া  যাচ্ছেন

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১৪ আগস্ট ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধা জানাতে বুধবার সকালে টুঙ্গিপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৯:৫৫ মিনিটে তাঁর টুঙ্গিপাড়ায় অবতরণের কথা রয়েছে। এরপর তিনি বঙ্গবন্ধু’র সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিন¤্র শ্রদ্ধা জানাবেন এবং বঙ্গবন্ধু ও ১৫-আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করবেন। এ সময় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হবে। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে পাঠানো প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত ফ্যাক্স-বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বেলা ১১টায় তিনি বঙ্গবন্ধু মাজার কমপ্লেক্স মসজিদ চত্বরে আয়োজিত মিলাদ ও দোয়া-মাহফিলে অংশ নেবেন। এ সময় মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সামরিক ও বেসামরিক পদস্থ কর্মকর্তরা সেখানে উপস্থিত থাকবেন। গোপালগঞ্জের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আসলাম খান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলার সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
×