ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১ লাখ ২১ হাজার জন হজে গেছেন, ফ্লাইট শেষ কাল

প্রকাশিত: ০৫:১৩, ১৫ আগস্ট ২০১৮

    ১ লাখ ২১ হাজার জন হজে গেছেন, ফ্লাইট শেষ কাল

স্টাফ রিপোর্টার ॥ হজ ফ্লাইট শেষ হচ্ছে আগামীকাল। এরই মধ্যে চলে গেছেন প্রায় ১ লাখ ২১ হাজার। বাকিরা যাবেন আজ ও আগামীকাল। বিমানের ফ্লাইট শেষ হবে আজ বুধবার। পর্যাপ্ত হজ যাত্রী না পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরও ৪টি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে বিমানের মোট ২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ দিকে ভিসা ও টিকেট না পাওয়ায় ১৬ জন হজযাত্রীকে আশকোনা হজ ক্যাম্পে বিক্ষোভ ও কান্নাকাটি করতে দেখা গেছে। এ সময় সংসদীয় কমিটির সভাপতি বজলুল হক হারুণ ও হাব মহাসচিব তাদেরকে সান্ত¡না দেয়ার চেষ্টা করেন। কী কারণে তারা প্রতারণার শিকার হয়েছেন, কারা কতটুকু দায়ী সেটা খুঁজে বের করে শাস্তি দেয়া হবে বলে তারা আশ্বস্ত করেন। প্রতারিতদের মধ্যে ময়মনসিংহের বাসিন্দা কর আইনজীবী সালমা শিরিন অভিযোগ করেন- তিনি তার ছেলেকে নিয়ে হজে যাবার জন্য অনেক আগেই কনওয়ে ট্রাভেল এ্যান্ড ট্যুরস নামের একটি এজেন্সির মালিককে সব টাকা পয়সা বুঝিয়ে দেন। কিন্তু গত ক’দিন ধরে ওই মালিক অফিস বন্ধ করে গা ঢাকা দেন। এরপর থেকেই তারা হজ অফিসে এসে প্রতিদিন দেনদরবার করলেও কেউ কোন সহায়তা করেনি। ধর্মমন্ত্রীর শ্যালক ময়মনসিংহের অপর বাসিন্দা মনির চৌধুরীও ওই একই প্রতিষ্ঠানের কাছে জিম্মি হয়ে আছেন। তার ভিসা লাগার পরও শুধু টিকেটের জন্য তাকে ফ্লাইট দেয়া হচ্ছে না। এ নিয়ে তিনি হজ ক্যাম্পেই কনওয়ের দালালকে পাকড়াও করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ এসে হাজির হয়। আতাউর রহমান নামের শ্রীপুরের অপর বাসিন্দা কনওয়ের প্রতারণার শিকার হয়ে হজে যেতে পারেননি। তারও একই অভিযোগ। তাদের সঙ্গে আরও ১৬ জন এবার হজ প্রতারণার শিকার হচ্ছেন। তিনি বলেন, আমি একজন রাজনীতিক। ওই এজেন্সির বিরুদ্ধে কী ব্যবস্থা নিতে হয় সেটা জানা আছে। এ সব বিষয়ে জানতে চাইলে হজ পরিচালক সাইফুল ইসলাম বলেন, আসলে তাদের নিবন্ধনই করা হয়নি। এজেন্সি তাদের কাছ থেকে টাকা নিয়েছিল রিপ্লেসমেন্ট করানোর মাধ্যমে হজে পাঠাতে। এটা এক ধরনের অপরাধ। আমরা ওই এজেন্সির বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা দিব। এ দিকে সকালে হজ ক্যাম্পে হাজির হয়ে প্রতারিত হজযাত্রীদের সঙ্গে কথা বলেন ধর্মবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি বজলুল হক হারুণ। তিনি তাদের প্রতারিত হওয়ার কাহিনী শুনেন এবং আইনগত সহায়তা প্রদানের আশ্বাস দেন। এ সময় প্রতারক এজেন্সির বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে সাংবাদিকরদেরকে বলেন, হজযাত্রীদের সঙ্গে প্রতারণার দায়ে গতবারও বেশ কয়েকটি এজেন্সিকে শাস্তি দেয়ার ব্যবস্থা করেছিলাম। এবার আরও এ ধরনের অভিযুক্তদেরকে আরও কঠোর শাস্তি পেতে হবে। হজ অত্যন্ত স্পর্শকাতর বিষয় হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক তদারকি করে সর্বশেষ তথ্যাদি সম্পর্কে অবহিত থাকেন। কারণ তিনি শুধু বাংলাদেশেরই প্রধানমন্ত্রী নন, ওআইসি ও মুসলিম বিশ্বকেও নেতৃত্বদানকারী। এখানে যদি হজ নিয়ে কেউ প্রতারণা ও অনিয়ম করে-সেটা তিনি বরদাশ্ত করা হবে না। প্রতারক এজেন্সি সম্পর্কে জানতে চাইলে হাব মহাসচিব বলেন, আমি তাৎক্ষণিক খোঁজ নিয়ে দেখেছি কনওয়ে নামের কোন এজেন্সি হাবের সদস্য নয়। কাজেই আমাদের কোন দায় নেই। আমরা আজ এখানে এসে নিশ্চিত করছি- ভিসা হওয়ার পরও টিকেটের অভাবে কেউ যাতে বাদ না পড়ে। এজেন্সি টিকেট না দিলেও আমরা সেটার ব্যবস্থা করে হলেও হজে পাঠাব।
×