ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিরোধী দলীয় চীফ হুইপ তাজুল আর নেই

প্রকাশিত: ০৮:৪৭, ১৪ আগস্ট ২০১৮

বিরোধী দলীয় চীফ হুইপ তাজুল আর নেই

বিডিনিউজ ॥ সংসদে বিরোধী দলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী আর নেই। ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়েছে বলে জাতীয় পার্টির প্রেস উইং থেকে জানানো হয়েছে। জাতীয় পার্টির সভাপতিম-লীর সদস্য তাজুল বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। তিনি কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ছিলেন। তাজুলের বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। কিডনির জটিলতায় আক্রান্ত তাজুল ইসলামকে রবিবার দুপুরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তিনি আইসিউতে ছিলেন। সোমবার দুপুরে তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এরপর রাত সাড়ে ১১টার পর তাজুলের মৃত্যু হয় বলে জাতীয় পার্টির প্রেস উইং জানিয়েছে। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাজুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হবে। ছেলেমেয়েরা দেশের বাইরে থাকায় দাফনের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। কুড়িগ্রাম জেলার সদর উপজেলার সবুজপাড়া এলাকার বাসিন্দা তাজুল কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তার মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, বিরোধী দলীয় নেতা রওশান এরশাদ, জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার শোক জানিয়েছেন।
×