ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জুভেন্টাসে অভিষেকেই গোল রোনাল্ডোর

প্রকাশিত: ০৬:৩৮, ১৪ আগস্ট ২০১৮

জুভেন্টাসে অভিষেকেই  গোল রোনাল্ডোর

স্পোর্টস রিপোর্টার ॥ নয়া ক্লাব জুভেন্টাসের জার্সি গায়ে প্রথম ম্যাচেই গোল পেয়েছেন সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সোমবার জুভেন্টাস খেলতে গিয়েছিল নিকটবর্তী শহর ভিল্লার পেরোসার একটি দলের বিপক্ষে। প্রীতি এই ম্যাচে ৫-০ গোলের জয় পেয়েছে জুভেন্টাস। দলের পক্ষে প্রথম গোল করেন সি আর সেভেন। রোনাল্ডোর অভিষেক ম্যাচটা অবশ্য পুরো ৯০ মিনিট হয়নি। মাঠে দর্শক ঢুকে পড়ায় বিশৃঙ্খলার আশঙ্কায় ৭২ মিনিটে ম্যাচ শেষ করে দিতে বাধ্য হয় আয়োজকরা। তুরিনের বাইরে একটা ছোট্ট শহর ভিল্লার পেরোসা। সেই শহরের বাসিন্দাদের খুব বেশি সৌভাগ্য হয় না বড় কোন দলের বিপক্ষে খেলার। সেখানে যখন খেলতে এসেছিলেন রোনাল্ডোর মতো বিশ্বসেরা তারকা। আর তাই দর্শকদের বাধভাঙ্গা উচ্ছ্বাসও ছিল। কিন্তু অতি উচ্ছ্বাসের কারণে খেলাটা শেষ করা হয়নি। এবারের মৌসুমের শুরুতে ১০৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদ থেকে রোনাল্ডোকে দলে ভিড়িয়েছে জুভেন্টাস। অভিষেকে গোলের পর এবার আগামী শনিবার চিয়েভোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে রোনাল্ডোর ইতালিয়ান সিরি’এ লীগ জয়ের মিশন। ম্যাচ শেষে জুভেন্টাসের কোচ ম্যাসিমিলানো এ্যালেগ্রি বলেন, মাঠে কি ঘটেছে, সেটাই এখন সবচেয়ে বড় ব্যাপার। এখন আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন্স লীগে যতদূর সম্ভব যাওয়া। আর সব সময়ের মতো কোপা ইতালিয়া আর ইতালিয়ান লীগ জয় আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ট্রফিটা আপনাকে কেউ এসে দিয়ে যাবে না। এটা মাঠের পারফর্মেন্স দিয়েই আদায় করে নিতে হবে। রোনাল্ডো প্রসঙ্গে তিনি বলেন, তার সম্পর্কে শুধু এটুকুই বলা যায় যে আমরা মাঠের লড়াইয়ের জন্য দারুণ এক খেলোয়াড় আনতে পেরেছি। আর সবকিছুর ওপরে তিনি একজন দারুণ পেশাদার খেলোয়াড়। তিনি যদি তেমনটা না হতেন, তাহলে যা যা কিছু তিনি অর্জন করেছেন। সেগুলোর কিছুই করতে পারতেন না।
×