ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টরন্টো মাস্টার্সে চ্যাম্পিয়ন নাদাল

প্রকাশিত: ০৬:৩৮, ১৪ আগস্ট ২০১৮

  টরন্টো মাস্টার্সে চ্যাম্পিয়ন  নাদাল

স্পোর্টস রিপোর্টার ॥ অবাছাই গ্রীক তরুণ স্টেফানোস সিসিপাসের ২০তম জন্মদিনের উৎসব ভেস্তে দিয়ে টরন্টো মাস্টার্সের শিরোপা ঘরে তুললেন শীর্ষ বাছাই রাফায়েল নাদাল। সেই সঙ্গে আসন্ন ইউএস ওপেনের প্রস্তুতি যথাযথভাবে সেরে রাখলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড়। সিসিপাসের স্বপ্নের দৌড় থামিয়ে দিয়ে রজার্স কাপের ফাইনাল জিতলেন রাফায়েল নাদাল। তবে তা কখনই একতরফা বলা ঠিক হবে না। ফলাফল বলছে গ্রীক তারকাকে সরাসরি গেমে হারালেন নাদাল। তবে দ্বিতীয় গেম টাইব্রেকারে টেনে নিয়ে যেতে সিসিপাস যে লড়াই উপহার দিলেন তা লেখা থাকবে রেকর্ড বইয়ে। নাদাল ৬-২, ৭-৬ (৭/৪) সেটে খেতাবী লড়াই জিতে হাতে তোলেন ক্যারিয়ারের চতুর্থ রজার্স কাপ। রাফার ক্যারিয়ারের ৮০তম এটিপি ট্যুর ট্রফি এটি। যার মধ্যে এটিপি ওয়ার্ল্ড ট্যুর মাস্টার্স ১০০০ ট্রফি সংখ্যা গিয়ে বেড়ে দাঁড়াল তেত্রিশে। ২০০৫ সালে প্রথমবারের মতো রজার্স কাপের শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন রাফায়েল নাদাল। এরপর ২০০৮ এবং ২০১৩ সালেও চ্যাম্পিয়ন হন ৩২ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড। এবারের মতো ২০০৮ সালেও খেতাব এসেছিল টরন্টোর হার্ডকোর্ট থেকে। বাকি দু’বার তিনি রজার্স চ্যাম্পিয়ন হন মন্ট্রিয়েলে। এই নিয়ে চলতি মৌসুমে মোট পাঁচটি ট্রফি জিতলেন নাদাল। একটি গ্র্যান্ডস্লামসহ বাকি চারটি খেতাব এসেছে স্প্যানিশ তারকার পছন্দের ক্লে কোর্ট থেকে। এ বছর নাদাল চ্যাম্পিয়ন হন ফরাসী ওপেন, মন্টে কার্লো, বার্সিলোনা এবং রোম মাস্টার্সে। অন্যদিকে রবিবারই ২০ বছরে পা দেয়া সিসিপাস রজার্সের শুরু থেকে যে রকম ছন্দে ছিলেন, তাতে আরও একটা অঘটন ঘটিয়ে জন্মদিনের উৎসব পালনের জন্য তৈরি হচ্ছিলেন। ফাইনালে নাদালের মুখোমুখি হওয়ার আগে টরন্টোয় জায়ান্ট কিলার হিসেবে নিজেকে তুলে ধরেন স্টেফানোস। প্রথম রাউন্ডে অবাছাই দামির জুমহুরের বিপক্ষে জয় তুলে নেয়া সিসিপাস দ্বিতীয় রাউন্ডে পরাস্ত করেন সপ্তম বাছাই ডোমিনিক থিয়েমকে। প্রিকোয়ার্টারে তার শিকার হন বিশ্বের নয় নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ। কোয়ার্টার ফাইনালে গ্রীক তরুণ হারান দ্বিতীয় বাছাই আলেকজেন্ডার জেরেভকে।
×