ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মৌসুমের প্রথম শিরোপা বার্সিলোনার

প্রকাশিত: ০৬:৩৫, ১৪ আগস্ট ২০১৮

  মৌসুমের প্রথম শিরোপা বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন মৌসুমে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেয়েছে বার্সিলোনা। রবিবার রাতে পিছিয়ে পড়েও স্প্যানিশ সুপার কাপের (সুপারকোপা ডি এস্পানা) ট্রফি জিতেছে কাতালানরা। নিরপেক্ষ ভেন্যু মরক্কোর টানজিয়েরের স্টাডে ইবন বাটুউটা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে সেভিয়াকে ২-১ গোলে হারিয়েছে বার্সিলোনা। এই ম্যাচের মধ্য দিয়ে এক নম্বর অধিনায়ক হিসেবে লিওনেল মেসির যাত্রা শুরু হয়েছে বার্সায়। আর প্রথম ম্যাচেই তিনি জয় ও ট্রফি’র স্বাদ পেয়েছেন। সবমিলিয়ে বেশ কয়েকটি গৌরবময় রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। এটি বার্সার ১৩তম সুপার কাপ জয়। সবমিলিয়ে গত নয় মৌসুমে ষষ্ঠ শিরোপা। বার্সিলোনা স্প্যানিশ লা লিগা ও কোপা ডেল রে’র বিজয়ী এবং সেভিয়া গত মৌসুমের কোপা ডেল রে’র রানার্সআপ হিসেবে সুপার কাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। সুপারকাপের ম্যাচটিকে ঘিরে অবশ্য ধোঁয়াশা ছিল। ম্যাচ শুরুর আগে লা লিগা চ্যাম্পিয়নদের বিপক্ষে তিনজনের বেশি ইইউ’র বাইরের খেলোয়াড় দলভুক্ত করার অভিযোগ করে সেভিয়া ম্যাচ বর্জনের হুমকি দেয়। কিন্তু স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বলা হয় সুপারকাপে ইইউ’র বাইরের খেলোয়াড় নিয়ে কোন বিধিনিষেধ নেই যেটা লীগে আছে। লা লিগায় তিনজনের বেশি বাইরের খেলোয়াড় এক ম্যাচে খেলানোর অনুমতি নেই। এই ম্যাচে ইইউ’র বাইরের খেলোয়াড় হিসেবে বার্সিলোনায় ম্যালকম, আর্টুরো ভিদাল ও আর্থারের দলভুক্তির প্রত্যাশা করা হয়েছিল। এছাড়া ব্রাজিলিয়ান সেন্টারব্যাক মারলনও দলের সঙ্গে মরক্কো সফরে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বর্দু থেকে নতুন চুক্তিভুক্ত ২১ বছর বয়সী উইঙ্গারকে দলের বাইরে রেখে দল ঘোষণা করে বার্সিলোনা। গত সপ্তাহে স্ত্রীর কারণে পর্তুগালের নাগরিকত্ব নিয়েছেন ফিলিপ কুটিনহো। অন্যদিকে অপর দুই দক্ষিণ আমেরিকান মেসি ও লুইস সুয়ারেজ আগেই ইইউ নাগরিকত্ব লাভ করেছেন। আধিপত্য নিয়ে ম্যাচ শুরু করলেও কাউন্টার এ্যাটাকে পিছিয়ে পড়ে বার্সিলোনা। ম্যাচের নবম মিনিটে পাবলো সারাবিয়ার গোলে এগিয়ে যায় সেভিয়া। শুধু তাই নয়, এরপর বার্সা দুই গোল করলেও ম্যাচে সমতা ফেরানোর সুযোগ ছিল সেভিয়ার। কিন্তু ম্যাচের শেষ মিনিটে বদলি খেলোয়াড় উইসাম বেন ইয়েডের পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। গোলটি হলে ম্যাচ গড়াতো অতিরিক্ত ৩০ মিনিটে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। শনিবার স্পেনের হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেয়া পিকে বিরতির তিন মিনিট আগে বার্সিলোনার পক্ষে সমতা ফেরান। মেসির ফ্রিকিক থেকে ফিরতি বলে পিকে গোল করে দলে স্বস্তি ফেরান। বিরতির পর ৭৮ মিনিটে ২৫ গজ দূর থেকে উসমান ডেম্বেলের জোরালো শট আটকানোর ক্ষমতা ছিল না সেভিয়া গোলরক্ষক টমাস ভাক্লিকের। এই গোলের যোগানদাতাও মেসি। এরপরও সেভিয়াকে ম্যাচে ফিরে আসার সুযোগ করে দিয়েছিলেন বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান। ডি বক্সের ভিতরে এ্যালেক্স ডিদালকে ফাউলের অপরাধে টার স্টেগানের বিপক্ষে পেনাল্টির নির্দেশ দেন স্প্যানিশ রেফারি কার্লোস ডেল সেরো। কিন্তু বেন ইয়েডেরের দুর্বল শট আটকাতে কষ্ট করতে হয়নি টার স্টেগানের। সুপারকোপা ডি এস্পানার শিরোপা জয়ের মাধ্যমে বার্সিলোনার ইতিহাসে সর্বাধিক শিরোপা জয়ের বিরল কৃতিত্ব গড়েছেন মেসি। এটি কাতালান ক্লাবের হয়ে সর্বাধিক ৩৩টি শিরোপা জয়ের রেকর্ডে। এর মধ্য দিয়ে ক্লাবের বিদায়ী কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তাকে টপকে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ইনিয়েস্তা বার্সিলোনা ছেড়ে জাপানের ভিসেল কোবে যোগ দেয়ার পর অধিনায়কের দায়িত্বটিও এখন পালন করছেন মেসি। ৩১ বছর বয়সী মেসি এখন পর্যন্ত ৯টি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা, ছয়টি কোপা ডেল’রে এবং আটটি সুপারকোপার শিরোপা জয় করেছেন। একই সঙ্গে তিনি জয় করেছেন উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপাও। বার্সা ও মেসির পরবর্তী মিশন জোয়ান গ্যাম্পার ট্রফি। আগামী শনিবার আলাভেসের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে বুধবার জোয়ান ট্রফির ম্যাচে বোকা জুনিয়র্সের বিরুদ্ধে খেলবে কাতালানরা।
×