ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রায়ে আইনের ব্যাখ্যা দিতে উদ্যোগ নিন ॥ বিচারকদের রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৫:৫২, ১৪ আগস্ট ২০১৮

 রায়ে আইনের ব্যাখ্যা  দিতে উদ্যোগ নিন ॥ বিচারকদের রাষ্ট্রপতি

বিডিনিউজ ॥ মামলার রায় দেয়ার সময় আইনের সুস্পষ্ট ব্যাখ্যা দেয়ার উদ্যোগ নিতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রমীকোর্টের বিচারপতিদের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গেলে আবদুল হামিদ এ আহ্বান জানান। প্রতিনিধি দল এ সময় বাংলাদেশ সুপ্রীমকোর্টে ২০১৭ সালের প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পেশ করেন। সাক্ষাত শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, ‘সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, বিচারপ্রার্থীদের কাছে বিচার বিভাগ শেষ আশ্রয়স্থল। রাষ্ট্রপতি বলেন, বিচারপ্রার্থীরা যাতে ন্যায়বিচার পায় সে লক্ষ্যে বিচারবিভাগকে সার্বক্ষণিক সচেষ্ট থাকতে হবে।
×