ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কলেজ জাতীয়করণ, সৈয়দাবাদে আনন্দ মিছিল

প্রকাশিত: ০৫:৫১, ১৪ আগস্ট ২০১৮

  কলেজ জাতীয়করণ, সৈয়দাবাদে আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়কে জাতীয়করণ করায় সোমবার কসবা পৌর এলাকায় আনন্দ মিছিল করেছেন কসবাবাসী। সোমবার সকালে বাংলাদেশ ছাত্রলীগ কসবা উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ আনন্দ মিছিলে সদ্য জাতীয়করণকৃত সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। মিছিলটি একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়। আনন্দ মিছিলটি কসবা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে একটি পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা কলেজটি জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনমন্ত্রী আনিসুল হকের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে আনন্দ মিছিল বের হয়ে কসবা টি.আলী কলেজ মাঠে এসে জমতে থাকে। এ সময় সদ্য জাতীয়করণকৃত সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় থেকেও একটি আনন্দ মিছিল বের হয়ে কসবা টি.আলী কলেজ মাঠে আসে। এরপর সেখান থেকে আনন্দ মিছিলটি কসবা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে একটি পথ সভা অনুষ্ঠিত হয়। এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা এ আনন্দ মিছিল করায় তাদেরকে অভিনন্দন জানিয়ে সেখানে গিয়ে বক্তব্য রাখেন, সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আলমগীর আহমেদ, উপাধ্যক্ষ আবু ইসহাক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক ও আইনমন্ত্রীর এপিএস এ্যাডভোকেট রাশেদুল কাওসার ভুঁইয়া জীবন, যুগ্ম-আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূঁইয়া বকুল, কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন রিমন। এ সময় উপস্থিত ছিলেন কায়েমপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী ভূইয়া, বিনাউটি আওয়ামী লীগ সভাপতি মোঃ কামাল হোসেন, আদর্শ মহাবিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি রিয়াদ, সাধারণ সম্পাদক শ্যামলসহ কলেজের সকল শিক্ষকগণ। উল্লেখ্য, সৈয়দাবাদ গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও উপজেলা আওয়ামী লীগের নিবেদিত প্রাণপুরুষ মরহুম এবি ছিদ্দিক ১৯৬৯ সালে এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে এই কলেজটি প্রতিষ্ঠা করেন। তৎকালীন সময়ে এটিই ছিল উপজেলার একমাত্র কলেজ।
×