ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পরীক্ষামূলক এলএনজি সরবরাহ শুরু

প্রকাশিত: ০৫:৫১, ১৪ আগস্ট ২০১৮

  পরীক্ষামূলক এলএনজি  সরবরাহ শুরু

স্টাফ রিপোর্টার ॥ পরীক্ষামূলক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ শুরু হয়েছে। তবে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির (আরপিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক সোমবার থেকে এলএনজি সরবরাহ শুরু হয়েছে জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তবে পেট্রোবাংলা বা জ¦ালানি বিভাগের দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন এটি টেস্টরান (পরীক্ষামূলক সরবরাহ)। আরপিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুজ্জামান এক ফেসবুক স্ট্যাটাসে জানান সোমবার থেকে এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালটি এলএনজি সরবরাহ শুরু করেছে। এই কাজকে যারা বাস্তবে রূপ দিয়েছে তাদের সকলকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। বিষয়টি সম্পর্কে জানতে কামরুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনে সাড়া দেননি। জ¦ালানি সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ সম্পর্কে তার কাছে কোন তথ্য নেই। বিষয়টি সম্পর্কে আরপিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বা পেট্রোবাংলার চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মোঃ ফায়জুল্লাহ এনডিসি বলেন, এটিকে আমরা টেস্টরান বলছি। আরপিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের দেয়া স্ট্যাটাসের সূত্র ধরে জানতে চাইলে তিনি বলেন, ব্যবস্থাপনা পরিচালক কোন জায়গা থেকে পেয়েছেন তা আমি জানি না। টেস্টরান শেষে কবে এলএনজি গ্রিডে যোগ হবে জানতে চাইলে তিনি বলেন, এখনও এ বিষয়ে আমরা নিশ্চিত নই। তবে জ¦ালানি বিভাগের একটি সূত্র জানায়, গত ১২ আগস্ট থেকে এলএনজি টেস্টরান শুরু করা হয়েছে। টেস্টরান ঠিকঠাক চললে ১৬ আগস্ট থেকে এলএনজি সরবরাহ শুরু হবে। গত ২৪ এপ্রিল বাংলাদেশের সমুদ্র সীমায় আসে এলএনজির ভাসমান টার্মিনালটি। এরপর কয়েক দফা সময় পরিবর্তন করেও গ্রিডে সরবরাহ করতে পারেনি এক্সিলারেট এনার্জি। মূলত সাগরে সাবসি পাইপ লাইনে সমস্যার কারণে এলএনজি সরবরাহ করা যায়নি। প্রতিদিন ৫০০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে বলে পেট্রোবাংলা থেকে জানানো হয়েছে। এতে দেশের গ্যাস ঘাটতি কমবে বলে মনে করছে সরকার।
×