ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী আজ ফেনীর ফোর লেন ওভারপাস উদ্বোধন করবেন

প্রকাশিত: ০৫:৫০, ১৪ আগস্ট ২০১৮

 প্রধানমন্ত্রী আজ ফেনীর ফোর লেন  ওভারপাস উদ্বোধন  করবেন

নিজস্ব সংবাদদাতা, ফেনী ১৩ আগস্ট ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী ফতেপুরের ফোর লেন রেলওয়ে ওভারপাস মঙ্গলবার বিকেলে যান চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিকেল ৪টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ওভারপাসটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেডের অধীনে ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন এই ওভারপাসের নির্মাণ কাজ শেষ করেন। এর আগে এক এক করে ৩ বেসামরিক ঠিকাদার নির্মাণকাজটি নিয়ে শেষ না করে আংশিক কাজ করে ফেলে চলে যায়। পরবর্তীতে নির্মাণ কাজ শেষ করার দায়িত্ব সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। ৮৬ দশমিক ৭৯ মিটার দৈর্ঘ্যরে ফ্লাইওভারের ঢাকা অভিমুখী ৩৪৭ মিটার ও চট্টগ্রাম অভিমুখী ৪০৮ মিটার দৈর্ঘ্যরে এপ্রোচ রোড রয়েছে। যার সর্বমোট ব্যয় হয়েছে ৬৮ কোটি টাকা। ওভারপাসটি উদ্বোধনের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে যানজট থাকবে না বলে আশা করছেন সংশ্লিষ্ট প্র্রশাসন ও পরিবহন মালিকগণ।
×