ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রংপুরে স্কুলছাত্র নিহতের ঘটনায় বাসচালক ও হেলপারের ৮ দিনের রিমান্ড

প্রকাশিত: ০৫:৪৯, ১৪ আগস্ট ২০১৮

 রংপুরে স্কুলছাত্র  নিহতের ঘটনায়  বাসচালক ও  হেলপারের  ৮ দিনের  রিমান্ড

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৩ আগস্ট ॥ বাসচাপায় রংপুর কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র তানভীর আহাম্মেদ জিয়ান নিহতের ঘটনায় আটক ঘাতক বাসের চালক ইনসান আলী শানু ও হেলপার বাদশা মিয়াকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার বাদী রংপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক আসামিদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে সোমবার বিকেলে রংপুর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আরা মুক্তা ৮ দিনের রিমান্ডের এই আদেশ দেন। রবিবার রাতে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মামুন বাসচালক ও হেলপারের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি করা হয় বাসচালক শানুকে। অপর দুই আসামি হলেন- হেলপার বাদশা ও বাসের মালিক ফাতেমা বেগম। পুলিশ ড্রাইভার ও হেলপারকে আটক করতে পারলেও মালিককে গ্রেফতার করতে পারেনি। জিয়ান নিহতের ঘটনায় চালক হেলপারের ফাঁসি এবং ক্ষতিপূরণের দাবিতে সোমবার দুপুরে নগরীতে বিক্ষোভ করেছে রংপুর কালেক্টরেট স্কুলসহ অন্যান্য স্কুলের শিক্ষার্থী। এর আগে সকাল থেকে শিক্ষার্থীরা কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের অভ্যন্তরে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা নিহত সহপাঠী জিয়ানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে। শিক্ষার্থীরা ঘাতক ড্রাইভারের ফাঁসি দাবি করে ৩ দফা কর্মসূচী ঘোষণা করে। তাদের দাবিগুলো হচ্ছে, কলেজের সামনে স্পিড ব্রেকার নির্মাণ, শিক্ষার্থীদের জন্য আলাদা বাস প্রদান আর জিয়ান হত্যাকারী বাসচালকের ফাঁসি। পরে কলেজ কর্তৃপক্ষের অনুরোধে শিক্ষার্থীরা তাদের কর্মসূচী পালন করে চলে যায়। অন্যদিকে পরিস্থিতির অবনতির আশঙ্কায় কলেজ ছুটি দেয় কর্তৃপক্ষ।
×