ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

শোকের আখ্যান ‘শ্রাবণ ট্র্যাজেডি’ শিল্পকলায় উদ্বোধনী মঞ্চায়ন

প্রকাশিত: ০৫:২৮, ১৪ আগস্ট ২০১৮

   শোকের আখ্যান ‘শ্রাবণ ট্র্যাজেডি’ শিল্পকলায় উদ্বোধনী মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ ঘাতকের বুলেটে নিভে গিয়েছিল জাতির জনকের প্রাণ। দেশদ্রোহীদের ষড়যন্ত্রে সপরিবারে নিহত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার মহান স্থপতির সেই মহাপ্রায়ণের শোকগাথা অবলম্বনে নির্মিত হয়েছে নাটক। সুপরিকল্পিত সেই নৃশংস হত্যাকান্ড বিষয়ে ১০ মাসের গবেষণার মাধ্যমে মঞ্চে এসেছে মহাকাল নাট্য সম্প্রদায়ের নতুন প্রযোজনা ‘শ্রাবণ ট্র্যাজেডি’। আনন জামানের রচিত প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন আশিক রহমান লিয়ন। সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। নাটকটির উদ্বোধনী প্রদর্শনী উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা। এতে উদ্বোধকের বক্তব্য দেন নেদ জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। আলোচনায় অংশ নেন নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, নাট্যজন লিয়াকত আলী লাকী, সংস্কৃতিজন গোলাম কুদ্দুছ, নাট্যজন দেপ্রসাদ দেবনাথ, নাট্যকার মান্নান হীরা, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ, নাট্যশিক্ষক ড. রশীদ হারুন, নাট্যশিক্ষক ড. ইসরাফীল শাহীন, নাট্যকার মান্নান হীরা, আবৃত্তিশিল্পী আহকামউল্লাহ ও আহমেদ গিয়াস। সভাপতিত্ব করেন মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন। উদ্বোধনী বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, জাতির জনকের মৃত্যুর করুণ কাহিনী নিয়ে আমার জানামতে এটি প্রথম নাটক। মহাকাল নাট্য সম্প্রদায় এমন একটি নাটক মঞ্চায়নের সাহস করেছে। বঙ্গবন্ধু হত্যাকা-টির ঐতিহাসিক ও সমকালীন গুরুত্ব রয়েছে। এটি অনেক গবেষণারও বিষয়। এ বিষয়ক প্রথম নাটক হিসেবে প্রথমেই বিচার বিশ্লেষণে না গিয়ে নাটকটি সবার দেখা উচিত। কোন ভুল ত্রুটি থাকলে ভবিষ্যতে সেটি সংশোধনের সুযোগ রয়েছে। এরপর অতিথিরা সকলে মিলে নাটকটির পোস্টার উন্মোচন করেন। গবেষণালব্ধ প্রযোজনাটির পা-ুলিপিতে জাতির জনককে হত্যার প্রত্যক্ষ পরিকল্পনাকারী রাজনৈতিক ও সামরিক বেনিয়াদের অংশগ্রহণ ও কার্যকারণ উন্মোচিত হয়েছে। কাহিনীর আশ্রয়ে প্রকাশিত হয়েছে এই ভূখ-ের স্থপতি মহান নেতার হত্যাকারীদের স্বরূপ এবং উদ্দেশ্য ও লক্ষ্য। অসাম্প্রদায়িকতার মূর্ত প্রতীক হিসেবে মানুষের প্রতি বঙ্গবন্ধুর ভালবাসা ও সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক, ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও রাষ্ট্র গঠনে তার সত্যনিষ্ঠ দুর্বার প্রচেষ্টা উঠে এসেছে নাটকটিতে। বঙ্গবন্ধুর খুনীদের মুখোশ উন্মোচনের মাধ্যমে নতুন প্রজন্মকে সতর্ক করা এবং খুনীদের ও তাদের অনুসারীদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করার প্রত্যয় ব্যক্ত হয়েছে মহাকালের চল্লিশতম প্রযোজনাটিতে। আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে জাতীয় শোক দিবস স্মরণে আলোচনা ও ‘শ্রাবণ ট্র্যাজেডি’ নাটকের বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। যাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। একই মঞ্চে জাতীয় শোক দিবস উপলক্ষে ৩য় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে ১৫ আগস্ট পরীক্ষণ থিয়েটার হলে। তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণ ॥ ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের জোকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বরেণ্য চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং চলচ্চিত্রগ্রাহক ও সাংবাদিক মিশুক মুনীরসহ তিনজন চলচ্চিত্রকর্মী। সোমবার এই দুই কীর্তিমানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয়। এতে বক্তারা দেশের চলমান সামাজিক সমস্যা ও নানা সঙ্কটের কথাগুলো নিয়ে তারেক মাসুদ ও মিশুক মুনীর প্রচারণামূলক শিল্প নির্মাণের প্রয়াসে অবতীর্ণ হয়েছিলেন বলে মন্তব্য করেছেন বক্তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল-সংলগ্ন সড়কদ্বীপে তারেক-মিশুক স্মৃতিস্থাপনা প্রাঙ্গণে তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণসভার আয়োজন করে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ এবং তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট। বাংলা একাডেমিতে বঙ্গবন্ধু বিষয়ক সেমিনার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চারদিনব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে বাংলা একাডেমি। এ কর্মসূচীর দ্বিতীয় দিন ছিল সোমবার। এদিনের আয়োজনে সকালে ছিল শিশু-কিশোর বক্তৃতানুষ্ঠান ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’। বিকেলে ছিল বঙ্গবন্ধুর ওপর তিনটি পৃথক প্রবন্ধের উপরে আলোচনা। বঙ্গবন্ধু বিষয়ক সেমিনার ॥ বিকেলে একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বঙ্গবন্ধু বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে তিনটি পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার ড. গিয়াসউদ্দিন মোল্যা, কাবেদুল ইসলাম এবং মুহাম্মদ শামসুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ॥ ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ’ শীর্ষক প্রবন্ধে কাবেদুল ইসলাম বলেন, ৭ মার্চের ভাষণটি স্বতঃস্ফূর্ত ভাষণের অনন্য নজির। নিঃসন্দেহে বলা যায় পুরো ভাষণটিই প্রায় শতভাগ সুনিপুণ বাক্-সমৃদ্ধ, সুঅভিব্যক্ত ও লক্ষ্য-নির্দিষ্ট। ‘১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকান্ড : প্রচার পায়নি প্রতিবাদের ভাষা’ শীর্ষক প্রবন্ধে মুহাম্মদ শামসুল হক বলেন, দেশের কেন্দ্রের বাইরে প্রান্তীয় অঞ্চলে বঙ্গবন্ধু হত্যাকান্ডের প্রতিবাদে সাহসী তৎপরতা পরিচালিত হয়েছিল কিন্তু কায়েমি স্বার্থবাদীদের কারণে তার যথাযথ স্বীকৃতি মেলেনি। ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ ॥ সকালে একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক শিশু-কিশোর বক্তৃতানুষ্ঠান হয়। অনুষ্ঠানে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্ব পালন করেন সাংবাদিক-লেখক সুভাষ সিংহ রায়। সভাপতিত্ব করেন কবি আসাদ চৌধুরী। হিজড়া সম্প্রদায়ের শোক দিবসের আয়োজন ॥ জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার নৃত্য-গীতে তাকে স্মরণ করলেন হিজড়া সম্প্রদায়ের মানুষগুলো। রিথিংক বিডির এ আয়োজন অনুষ্ঠিত হয় গ্রীন রোডের বিন্দুধারীতে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। উপস্থিত ছিলেন সাংসদ ইসরাফিল আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিথিংক বিডির পরিচালক লুলু আল মারজান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুকন্যা আমীর। টঙ্গীবাড়িতে বঙ্গবন্ধুর স্মরণসভা ॥ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে জানান, টঙ্গীবাড়িতে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও বঙ্গবন্ধুর স্মরণসভা হয়েছে। সোমবার বিকালে টঙ্গীবাড়ি উপজেলা পরিষদ আয়োজিত এই কর্মসূচীটি নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ হাসিনা আক্তার, টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতু, সাধারণ সম্পাদক হাফিস আল-আসাদ বারেক, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল ও মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভিন প্রমুখ। আলোচনা শেষে বঙ্গন্ধুর ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে জাতীয় শোক দিবস পালনে অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি টঙ্গীবাড়ি উপজেলার ১৩টি ইউনিয়নে ৫০ হাজার টাকা করে বিতরণ করেন।
×