ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:০৬, ১৪ আগস্ট ২০১৮

টুকরো খবর

পাঁচ সহস্রাধিক গাছের চারা বিতরণ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ পরিবেশ ভারসাম্য রক্ষায় গাজীপুরে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মাঝে পাঁচ সহস্রাধিক ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার গাজীপুর মহানগরীর সাইনবোর্ড এলাকার কামারজুড়ি ইউসুফ আলী উচ্চ বিদ্যালয় মাঠে সবুজ পরিবেশ আন্দোলনের ব্যানারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষ রোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সবুজ পরিবেশ আন্দোলন সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন। গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আজমত উল্লাহ খান, সহ-সভাপতি আফজাল হোসেন সরকার রিপন, সদস্য এসএম শামীম আহমেদ, মোঃ আবুল কাশেম, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য এসএম পনির, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিসুর রহমান আরিফ, কামারজুরি ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ। . ১৬ হাজার ইয়াবাসহ আটক এক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পটিয়ায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ১৬ হাজার ইয়াবা উদ্ধার এবং এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার মোঃ খবির হোসেনের বাড়ি (২৭) জয়দেবপুরের হায়দারাবাদ গ্রামে। সোমবার ভোরে পটিয়ার শান্তিরহাট এলাকায় হানিফ পরিবহনের বাস থেকে এই যাত্রীকে আটক করা হয়। জানা যায়, হানিফ পরিবহনের এই বাসে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা বহন করা হচ্ছে, এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। শান্তিরহাট এলাকায় বাসটি থামানো হলে যাত্রী খবির হোসেন দৌড়ে পালাবার চেষ্টা করেন। পরে তাকে আটক করে হাতব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ইয়াবা ট্যাবলেটগুলো, যার বাজার মূল্য প্রায় ৮২ লাখ ৫০ হাজার টাকা। . ঝুঁকি নিয়ে যমুনা পারাপার সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ১৩ আগস্ট ॥ সিরাজগঞ্জ জেলা সদর থেকে যমুনা নদী দ্বারা বিচ্ছিন্ন চৌহালী উপজেলার প্রায় দুই লাখ বাসিন্দাকে প্রতিনিয়তই জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত শ্যালো নৌকায় যাতায়াত করতে হয়। একদিকে ফিটনেসবিহীন শ্যালো নৌকা আর অদক্ষ চালক অপর দিকে লাইফ সাপোর্ট জ্যাকেট না থাকায় ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে কৃষি প্রধান চরাঞ্চলের মানুষদের। এ কারণে প্রতি বছরই নৌ দুর্ঘটনায় প্রাণহানির মতো ঘটনা ঘটছে। এদিকে, যমুনা নদী দ্বারা বেষ্টিত চৌহালীর মানুষের যাতায়াতের নিরাপত্তায় উন্নত নৌ যোগাযোগ ব্যবস্থা চালু করতে উর্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন জনপ্রতিনিধিসহ নৌ পথের যাত্রীরা। জানা যায়, ২০১৩ সালে যমুনার ভাঙ্গনে চৌহালী উপজেলা কমপ্লেক্স, থানা, হাসপাতাল ভবন ও প্রায় ২৩ কিলোমিটার পাকা সড়ক যমুনায় বিলীন হয়ে যায়। যে কারণে যোগাযোগের মাধ্যম হিসেবে শুষ্ক মৌসুমে ঘোড়ার গাড়ি অথবা পায়ে হাঁটা আর বর্ষায় নৌকাই একমাত্র ভরসা। এরপর চৌহালী ডিগ্রী কলেজ ভবনে উপজেলা প্রশাসন, পরিষদ ও থানা পুলিশের কার্যক্রম শুরু হয়। . কারাগারে কয়েদির মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বরিশাল কেন্দ্রীয় কারাগারের কয়েদি হারুন হাওলাদার (৫৫) রবিবার রাত সোয়া ১০টার দিকে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হারুন সদর উপজেলার চরবাড়িয়া এলাকার বাসিন্দা কাসেম হাওলাদারের পুত্র ও হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। জানা গেছে, ২০০১ সালের ২৯ মে থেকে হারুন কারাগারে রয়েছেন। চলতি বছরের ২৯ জুলাই শারীরিক অসুস্থতার কারণে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়। . পরিবেশ দূষণের প্রতিবাদে সমাবেশ স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ দুটি অটোরাইচ মিলের ছাই, ধোঁয়া, দুর্গন্ধযুক্ত পানিতে পরিবেশ বিপর্যয়ের প্রতিবাদে আইকে রোডে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইস্তা, ভেলুপাড়া ও বড়ইচারা এলাকাবাসী এসব কর্মসূচী পালন করে। ঘণ্টাব্যাপী এ সমাবেশে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা মজিবর রহমান, আনসারুল মাস্টার, পৌরকাউন্সিলর ইউসুব আলী প্রধান, মোয়াজ্জেম হোসেন ও শারমিন আক্তারসহ অওয়ামী লীগ নেতৃবৃন্দ। বক্তারা মেসার্স রোহান ও বিশ্বাস অটোরাইচ মিল থেকে নির্গত কালো ধোঁয়া, ছাই ও দুর্গন্ধযুক্ত পানি বন্ধের দাবি এবং আবাসিক এলাকায় আর কোন নতুন অটোরাইচ মিল স্থাপনের অনুমোদন না দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান। মিল মালিক মধু বিশ্বাস বক্তাদের অভিযোগ সঠিক না বলে পাল্টা অভিযোগ করে বলেন, আয়োজকরা সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য এসব কর্মসূচী পালন করছেন। আমার মিলে সকল প্রকার নিয়ম মেনে চাল উৎপাদন করা হচ্ছে। বিশ্বাস অটোরাইচ মিলের মালিক আলহাজ শামসুল আলমও আয়োজকদের সকল প্রকার অভিযোগ সঠিক না বলে দাবি করেন। . দুই ছেলের বিরুদ্ধে মায়ের মামলা নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৩ আগস্ট ॥ দুই ছেলে ও ছেলে বউয়ের বিরুদ্ধে মামলা করেছেন ফিরোজা বেগম নামের সত্তরোর্ধ এক নারী। তিনি সোমবার বাউফল থানায় এ মামলা দায়ের করেন। জানা গেছে, উপজেলার সদর ইউনিয়ন বাউফলের বিলবিলাস গ্রামের বৃদ্ধ ফিরোজা বেগমের দুই ছেলে মশিউর, নিজাম এবং মশিউরের স্ত্রী ছবি বেগম প্রায়ই তাকে মারধর করত। ঠিকভাবে ভরণ পোষণ দিত না। লোক লজ্জার ভয়ে ফিরোজা বেগম বিষয়টি কাউকে বলেননি। ঘটনার দিন রবিবার রাতে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে তার দুই ছেলে মশিউর ও মিজান এবং মশিউরের স্ত্রী ছবি বেগম তাকে বেধড়ক মারধর করেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে এনে ভর্তি করেন। . ৩ দিন পর অপহৃত এনজিওকর্মী উদ্ধার নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৩ আগস্ট ॥ সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকায় একটি বেসরকারী উন্নয়ন সংস্থার নারী মাঠকর্মীকে (২৯) অপহরণের তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ২টার দিকে ওই মাঠকর্মীকে ফুলবাড়িয়াস্থ তার ভাড়াটিয়া বাসার দরজা ভেঙ্গে অপহরণ করা হয়। সালথা থানার পুলিশ সোমবার ভোর রাতে পাশের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের রামপাশা গ্রাম থেকে তাকে উদ্ধার করে। এ সময় এ অপহরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফুলবাড়িয়া গ্রামের কৃষ্ণপদ সাহাকে গ্রেফতার করা হয়। ওই নারী এনজিও কর্মীর বাড়ি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার একটি গ্রামে। . ভিজিএফের এক শ’ বস্তা চাল উদ্ধার স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ উলিপুরে ঈদ-উল-আজহা উপলক্ষে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১শ’ বস্তা ভিজিএফের চাল আটকের ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার রাতে উপজেলার চৌমহনী বাজারে। জানা গেছে, দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ১শ’ বস্তা চাল চৌমহনী বাজারের চাল ব্যবসায়ী আব্দুল মালেকের গোডাউনে মজুদ করার সময় স্থানীয় জনতার সন্দেহ হওয়ায় প্রশাসনকে খবর দেয়। পরে রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম থানা পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আটককৃত চাল জব্দ করে ওই ব্যবসায়ীর জিম্মায় রেখে দেন। চাল ব্যবসায়ী আব্দুল মালেক জানান, ট্রলির মালিক ফরিজ আমাকে ফোন করে গাড়ির সমস্যার কথা বলেন এবং বস্তাগুলো পরে নিয়ে যাওয়ার কথা বলে আমার গোডাউনে রেখে যায়। সে আমাকে জানান, চালের বস্তাগুলো বুড়াবুড়ি ইউনিয়নের ভিজিএফের জন্য বরাদ্দকৃত। বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান একরামুল হক বলেন, একটি কুচক্রীমহল পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানোর জন্য আমার ইউনিয়নের চাল বলে প্রচার করেছেন। . বাউবিতে বৃক্ষরোপণ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস, ১২টি আঞ্চলিক ও সকল উপ-আঞ্চলিক কেন্দ্রে সোমবার বিভিন্ন ধরনের ফলদ, ঔষধি এবং বনজ বৃক্ষ ক্যাম্পাসে রোপণ করা হয়। ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে একটি ঔষধি বৃক্ষ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচী সূচনা করেন। এ উপলক্ষে বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই স্লোগান নিয়ে র‌্যালিতে অংশগ্রহণ করে। বৃক্ষরোপণ কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আশফাক হোসেনসহ বিভিন্ন স্কুলের ডিন, অধ্যাপক, রেজিস্ট্রার ও বিভাগসমূহের পরিচালকগণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বৃক্ষরোপণে অংশ নেন। . নদীতে গোসলে নেমে গৃহবধূর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ কটিয়াদীতে শাহানা আক্তার (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার চান্দপুর কুড়িখাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার দড়িচারিয়া গ্রামের আলাল উদ্দিনের স্ত্রী শাহানা ভোরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে দীর্ঘসময় পরও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন নদীর ঘাটে খোঁজ নিতে গেলে তার মরদেহ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
×