ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুয়েটের নতুন ভিসি ড. কাজী সাজ্জাদ হোসেন

প্রকাশিত: ০৫:০৪, ১৪ আগস্ট ২০১৮

 কুয়েটের নতুন ভিসি ড. কাজী সাজ্জাদ হোসেন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ কুয়েটের ষষ্ঠ উপাচার্য হিসেবে কুয়েটেরই শিক্ষক নড়াইলের এ সন্তানকে নিয়োগ দিয়েছেন। সোমবার তিনি দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণের পর তিনি কুয়েটের ‘বঙ্গবন্ধু চত্বরে’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় তার সঙ্গে কুয়েটের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন কাজী সাজ্জাদ হোসেন ১৯৯১ সালের ১ আগস্ট নিজ বিদ্যাপীঠে (তৎকালীন বিআইটি-বর্তমান কুয়েট) প্রভাষক হিসেবে চাকরি জীবন শুরু করেন।
×