ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আলোর পথে দম্পতি

প্রকাশিত: ০৫:০৩, ১৪ আগস্ট ২০১৮

আলোর পথে দম্পতি

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৩ আগস্ট ॥ নিত্য কলহে জর্জরিত, চিরচেনা ও পাড়ামহল্লা ছাড়িয়ে আদালত পাড়ায় গড়া অশান্তি পরিবার হিসেবে পরিচিত এক দম্পতির পুনর্বাসন করে অন্ধকার কাটিয়ে আলোর পথ দেখালেন দেশের গ্যাজেটভুক্ত সমাজসেবক লায়ন মোজাম্মেল হক ভুইয়া। শুধু তাই নয়, সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পরিবারটিকে বসত ঘর নির্মাণ, কর্মসংস্থান সৃষ্টি করে দেন তিনি। এমনি এক ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মোগড়াকুল এলাকায়। মোগড়াকুল এলাকার বাসিন্দা ইউসুফ আলী জানান, ৭ বছর আগে একই এলাকার আব্দুল জব্বারের ছেলে আব্দুল জলিলের (রনি) সঙ্গে তার মেয়ে পারভীন আক্তারের বিয়ে হয়। বিয়ের পর পরিবারের সম্মতিতে থেকেই অসৎসঙ্গ নিয়ে মাদক সেবন ও বিক্রিতে জড়িয়ে পড়ে।
×