ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভৈরবে ছিনতাইকারী নিহত

প্রকাশিত: ০৫:০২, ১৪ আগস্ট ২০১৮

 ভৈরবে  ছিনতাইকারী  নিহত

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১৩ আগস্ট ॥ সোমবার বিকেল ৪টার দিকে ভৈরব সড়ক সেতুর পাশে ছিনতাইয়ের ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাপ্পী (২২) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছে। এ সময় ছিনতাই কবলিত দুই পথচারী আহত হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে নিহত বাপ্পীসহ ৩/৪ ছিনতাইকারী ভৈরব মেঘনা নদীর সড়ক ও রেলসেতুর কাছে ২ পথচারীকে পথরোধ করে তাদের আহত করে মোবাইল, টাকা লুট করে। শহরের পুরাতন রেলসেতু এলাকায় ছিনতাইকৃত মালামালের ভাগ-বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে মারামারির এক পর্যায়ে ছুরিকাঘাতে ছিনতাইকারী দলের বাপ্পী নামে এক সদস্য নিহত হয়েছে। সে শহরের চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। . গাজীপুরে গৃহবধূ স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, গাজীপুরের কাপাসিয়ায় তুচ্ছ ঘটনার জেরে প্রতিবেশীর কিল-ঘুষিতে গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারী ও তার ছেলেসহ তিনজনকে আটক করেছে পুলিশ। নিহতের নাম শিউলী আক্তার লতা (৩২)। তিনি কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামের প্রবাসী আব্দুস সাত্তারের স্ত্রী।
×