ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে ও মাদককে লাল কার্ড

প্রকাশিত: ০৫:০১, ১৪ আগস্ট ২০১৮

বাল্যবিয়ে ও মাদককে   লাল কার্ড

নিজস্ব সংবাদদাতা,পটিয়া, ১৩ আগস্ট ॥ বাল্যবিয়ে ও মাদক কারবার কোন মতে বন্ধ করা যাচ্ছে না। প্রতিদিন কোথাও না কোথাও এই অপরাধ ঘটে যাচ্ছে। সোমবার সকালে বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্য শিক্ষার্থীরা লাল কার্ড প্রদর্শনের ব্যক্তিক্রমী কর্মসূচী পালন করেছে। পটিয়া উপজেলার কুসুমপুরা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক, যৌন হয়রানি ও বাল্যবিয়েকে লাল কার্ড, দেশপ্রেম, মানবতাকে সবুজ কার্ড প্রদর্শন, শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যরা টিফিনের টাকা বাঁচিয়ে সারা দেশের বিভিন্ন স্থানে এ ধরনের কর্মসূচী পালন করে যাচ্ছে। সোমবার বিদ্যালয়ের প্রায় ২২শ’ শিক্ষার্থী মাদক, যৌন হয়রানি ও বাল্যবিয়েকে না বলে শপথ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের শপথ পাঠন করান পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেলুল কাদের। শপথ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কুসুমপুরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহেদা আক্তার, পটিয়া প্রেস ক্লাব সভাপতি হারুনুর রশিদ ছিদ্দিকী প্রমুখ।
×