ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরগুনায় যুবকের চোখ উৎপাটন ॥ হাসপাতালে মৃত্যু

প্রকাশিত: ০৫:০০, ১৪ আগস্ট ২০১৮

 বরগুনায় যুবকের চোখ উৎপাটন ॥ হাসপাতালে  মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ১৩ আগস্ট ॥ পারিবারিক বিরোধের জের ধরে আল-আমিন নামের এক যুবককে মারধর করে দুই চোখ উৎপাটন করার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বরগুনা সদর ইউনিয়নের দক্ষিণ হেউলিবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রথমে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে, কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-এ-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রাত আড়াইটার দিকে মারা যায় আল-আমিন। তবে নিহত আল-আমিনের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। নিহত আল-আমিনের মা রাশেদা বেগম ও তার স্ত্রী সোনিয়া আক্তার জানান, রবিবার সন্ধার দিকে মোবাইল ফোনের মাধ্যমে বাড়ি থেকে আল-আমিনকে রাস্তায় ডেকে নেয় প্রতিপক্ষের একজন। সেখান থেকে প্রতিপক্ষ জাহাঙ্গীর, মিজান, মনির, রাজ্জাক, মাসুম, নোমানসহ ১৫/২০ জনে জোরপূর্বক ধরে নিয়ে পার্শ্ববর্তী বেল্লালের দোকানের ভেতরে ঢুকিয়ে শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে আহত করার পর দুই চোখ উৎপাটন করে দেয়।
×