ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৫৮, ১৪ আগস্ট ২০১৮

টুকরো খবর

ছেলে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৩ আগস্ট ॥ শিশু পুত্রকে শ্বাসরোধ করে হত্যার দায়ে পাষন্ড পিতা মুসা আলীকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। সোমবার দুপুরে আদালতে বিচারক এবিএম তারিকুল কবির এ রায় প্রদান করেন। উল্লেখ্য ঠাকুরগাঁও সদর উপজেলার লাউথুতি গ্রামের মুসা আলীর ছেলে ১১ বছর বয়সী মনসুর আলীকে তার দাদা ২০ শতক জমি লিখে দেয়। পরবর্তীতে পিতা মুসা তার ছেলে মনসুর কাছ থেকে ওই জমি নিজের নামে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে ২০১২ সালের ১৮ নবেম্বর ছেলে মনসুরকে শ্বাসরোধ করে হত্যা করে। . আগুনে পুড়ে যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৩ আগস্ট ॥ সোমবার ভোরে নওগাঁ সদর উপজেলার পারবাঁকাপুর গ্রামে বসতবাড়িতে আগুন লেগে মোহন হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার শৈলগাছী ইউনিয়নের নগর সেতু এলাকার পারবাঁকাপুরে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। মোহন গ্রামের লুৎফর রহমানের ছেলে। জানা গেছে, নগর সেতু এলাকায় নদীর মধ্যে সরকারী সম্পত্তিতে টিনের ছাউনি দিয়ে বাড়ি তৈরি করে ওই বাড়িতে মোহন এবং তার স্ত্রী বসবাস করতেন। রবিবার বিকেলে তার স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যান। এজন্য মোহন বাড়িতে একাই ছিলেন। ভোরে রহস্যজনকভাবে বাড়িতে আগুন লাগে। এ সময় এলাকাবাসী তার বাড়িতে আগুন দেখে তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু তার আগেই আগুনে পুড়ে মোহন মারা যায়। . বিদ্যুতস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর ১৩ আগস্ট ॥ কচুয়ায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে রিয়াজ মিয়াজী (১৬) নামে হাফেজিয়া মাদ্রাসায় পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকালে পৌরসভার কড়ইয়া গ্রামের আল-ইকরা হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কড়ইয়া গ্রামের তাজির মিয়াজীর ছেলে রিয়াজ মিয়াজী সকালে আল-ইকরা মাদ্রাসার নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় বৈদ্যুতিক চালিত পানির পাম্প দিয়ে পানি দিতে গিয়ে পাম্পের সুইচ অন করতে গেলে বিদ্যুতস্পৃষ্ট হয়। . অপহৃত কলেজছাত্রী উদ্ধার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের ইউপি সদস্য অশোক হালদার কৃপার কলেজ পড়ুয়া কন্যাকে অপহরণের ছয়দিন পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের না করে কতিপয় প্রভাবশালীরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিষয়টি দফারফা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অপহৃতার বাবা ইউপি সদস্য অশোক হালদার কৃপা জানান, গত ৬ আগস্ট কলেজে যাবার পথে তার কন্যাকে পশ্চিম সুজনকাঠী গ্রামের কিরণ রায়ের পুত্র লিটন রায় তার সহযোগীদের নিয়ে অপহরণ করে। এ ঘটনায় অপহরণকারীর পরিবারকে চাপ প্রয়োগের পর সোমবার রাতে অপহৃতাকে স্থানীয় কতিপয় প্রভাবশালীর কাছে ফেরত দেয়া হয়। . পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৩ আগস্ট ॥ নলডাঙ্গা উপজেলায় পানিতে ডুবে রোকাইয়া নামে তিন বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি সোমবার বেলা ১২টার দিকে উপজেলার গোয়ালঘাট এলাকায় পানিতে ডুবে মারা যায়। সে একই গ্রামে রেজাউল করিমের মেয়ে। জানা গেছে, সোমবার সকালে রোকাইয়া বাড়ির পাশে পানিতে পড়ে যায়। পরে বেলা ১২টার দিকে রোকাইয়ার মরদেহ পানিতে ভেসে ওঠে। . তিন শিবির নেতার ৫ বছরের জেল নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৩ আগস্ট ॥ শেরপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশে গোপন বৈঠকের দায়ে সন্ত্রাস দমন আইনের এক চাঞ্চল্যকর মামলায় ৩ শিবির নেতার ৫ বছরের সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা করে অর্থদ- অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ড হয়েছে। সোমবার দুপুরে আদালতে ওই সাজার আদেশ দেন শেরপুরের স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) এমএ নূর। দন্ডিতরা হচ্ছে নালিতাবাড়ী উপজেলার দোহালিয়া গ্রামের মাঞ্জান আলীর ছেলে আবু মাসুম ওরফে মাসুদ (৩০), একই উপজেলার পূর্ব চাঁদগাও গ্রামের আব্দুল হাইয়ের ছেলে দেলোয়ার হোসেন (২৮) ও আব্দুল জব্বারের ছেলে রবিউল ইসলাম (২৫)। এদের মধ্যে আবু মাসুম ওরফে মাসুদ পলাতক রয়েছে।
×