ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৪:৫৬, ১৪ আগস্ট ২০১৮

 কুষ্টিয়ায় অতিরিক্ত  ফি প্রত্যাহারের  দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৩ আগস্ট ॥ পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কুষ্টিয়া সরকারী কলেজের শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১টায় অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে কলেজে গেটের সামনে সড়কে অবস্থান নেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় সুবিধাহীন খাতে ধার্য অতিরিক্ত ফি প্রত্যাহার, ক্যান্টিন চালু, খেলার মাঠ সংস্কার, পরিবহন ব্যবস্থা চালুসহ বিভিন্ন দাবিতে সেøাগান দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, গত বছর অনার্সসহ সব পরীক্ষায় ফি নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৭০০টাকা। এবছর এক লাফেই তা বাড়িয়ে প্রায় ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন ভুয়া, ভিত্তিহীন ও মনগড়া খাতে এসব ফি নির্ধারণ করেছেন কলেজ কর্তৃপক্ষ।
×