ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় বাঁধে ফের ভাঙ্গন ॥ দুই গ্রাম প্লাবিত

প্রকাশিত: ০৪:৫৬, ১৪ আগস্ট ২০১৮

 সাতক্ষীরায় বাঁধে ফের ভাঙ্গন ॥ দুই গ্রাম প্লাবিত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ আশাশুনির হাজরাখালীতে খোলপেটুয়া নদীর ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধটি স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হলেও সোমবার দুপুরের জোয়ারের পানির চাপে তা আবারও ভেঙ্গে গেছে। এতে নতুন করে ২টি গ্রামসহ মোট ৫টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে শত শত বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি। পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল জানান, রবিবার দুপুরে জোয়ারের প্রবল চাপে জরাজীর্ণ বাঁধটির ৭০ ফুট এলাকা নদীতে চলে যায়। বাঁধভাঙ্গা পানিতে মাড়িয়ালা, থানাঘাটা ও বকচর গ্রাম প্লাবিত হয়।
×