ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধীর মামলায় ৫ জনের ফাঁসির রায়ে পটুয়াখালীতে আনন্দ মিছিল

প্রকাশিত: ০৪:৫৫, ১৪ আগস্ট ২০১৮

 যুদ্ধাপরাধীর মামলায় ৫ জনের ফাঁসির রায়ে পটুয়াখালীতে আনন্দ মিছিল

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ১৩ আগস্ট ॥ মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীর মামলায় সোমবার পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়ায় পাঁচ রাজাকারের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করায় পটুয়াখালীতে আনন্দ মিছিল ও পথসভা করেছে জেলা ছাত্রলীগ। সোমবার দুপুরে সরকারী কলেজ চত্বরে ছাত্রলীগের উদ্যোগে এ আনন্দ মিছিল ও পথসভা করা হয়। সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা ইসহাক সিকদার, সলেমান মৃধা, গনি হাওলাদার, আউয়াল মৌলভী ও সত্তার প্যাদার বিরুদ্ধে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীর মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের ফাঁসির আদেশ দেন। এ খবর শুনে পটুয়াখালী জেলা ছাত্রলীগ একটি আনন্দ মিছিল বের করে। মিছিলে অংশ নেয় জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, আওয়ামী নেতা কাজী রুহুল আমীন প্রমুখ। তারা বলেন, ফাঁসির রায়ে মুক্তিযোদ্ধা তথা পটুয়াখালীবাসীর মানুষ আনন্দিত। এ রায় দ্রুত কার্যকর করার দাবি জানান তারা। এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি হাসান সিকদারের পিতা ও এ মামলার প্রধান সাক্ষী সেলিম সিকদার জানান, দীর্ঘদিন পর হলেও এ রায়ে আমরা খুশি হয়েছি। যত দ্রুত সম্ভব এ রায় কার্যকর করা জন্য সরকারের কাছে জোর প্রার্থনা রইল। উল্লেখ্য, ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর রাতে দেশবিরোধী ষড়যন্ত্র মামলায় পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে সদর থানা পুলিশ দ-প্রাপ্তদের গ্রেফতার করে। দুদিন পর আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের মামলা থাকায় তাদের পুনঃগ্রেফতার দেখিয়ে ঢাকায় প্রেরণ করা হয়।
×