ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহেশখালীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

প্রকাশিত: ০৪:৫৪, ১৪ আগস্ট ২০১৮

মহেশখালীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

নিজস্ব সংবাদদাতা, মহেশখালী, ১৩ আগস্ট ॥ পুলিশ সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে ৮ মামলার পলাতক আসামি সন্ত্রাসী আবদুল মালেক (৩৭) নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৫টি বন্দুক, ৯ রাউন্ড গুলি, ৫শ’ ইয়াবা ও ২০ লিটার মদ উদ্ধার করে। সোমবার সকালে উপজেলার শাপলাপুর পাহাড়ী এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত সন্ত্রাসী আবদুল মালেক উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়ার বশির আহমদের ছেলে। জানা যায়, সোমবার বেলা ১১ ঘটিকার সময় উপজেলার শাপলাপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে সন্ত্রাসীরা পিছু হঠে গেলে পুলিশ ঘটনাস্থলে থেকে সন্ত্রাসী আবদুল মালেককে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। . রাঙ্গুনিয়ায় কানা আলতাপ নিজস্ব সংবাদদাতা রাঙ্গুনিয়া থেকে জানান, রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের আমেরিয়া পাড়া গ্রামের আলতাপ হোসেন (৪৫) প্রকাশ কানা আলতাপ নিহত হয়েছে। চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাটাখালীর নিকটে পড়ে থাকার সংবাদ পেয়ে আত্মীয় স্বজনেরা সোমবার সকাল ৮টার দিকে নিহতের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। তার বুকে ও পেটে দুইটি গুলিবিদ্ধ চিহ্ন রয়েছে। রাঙ্গুনিয়া থানার পুলিশ সংবাদ পেয়ে দুপুরে গ্রামের বাড়িতে যায় এবং নিহতের লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করেছে বলে থানা সূত্র জানায়। নিহত আলতাপ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ছিলেন।
×