ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এপেক্স ট্যানারির রিজার্ভ কমবে

প্রকাশিত: ০৪:৫২, ১৪ আগস্ট ২০১৮

 এপেক্স ট্যানারির রিজার্ভ কমবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত এপেক্স ট্যানারির পরিচালনা পর্ষদ ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায় মুনাফার তুলনায় বেশি লভ্যাংশ ঘোষণা করেছে। এক্ষেত্রে কোম্পানিটির রিজার্ভ কমে আসবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এপেক্স ট্যানারির ২০১৭-১৮ অর্থবছরে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৫৩ টাকা। এই মুনাফার বিপরীতে কোম্পানিটির পর্ষদ ৪০ শতাংশ হারে শেয়ার প্রতি ৪ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এক্ষেত্রে মুনাফার ১৫৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। যাতে মুনাফার অতিরিক্ত ৫৮ শতাংশ রিজার্ভের সঙ্গে সমন্বয় করা হবে। কোম্পানিটির ২০১৭-১৮ শেয়ার প্রতি ২.৫৩ টাকা হিসেবে মোট ৩ কোটি ৮৬ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। তবে শেয়ার প্রতি ৪ টাকা হিসেবে ৬ কোটি ১০ লাখ টাকার নগদ লভ্যাংশ দেয়া হবে। এক্ষেত্রে মুনাফার অতিরিক্ত ২ কোটি ২৪ লাখ টাকার রিজার্ভ কমে আসবে। ১৫ কোটি ২৪ লাখ টাকা পরিশোধিত মূলধনের এপেক্স ট্যানারিতে ৫৩ কোটি ৯৯ লাখ টাকার রিজার্ভ রয়েছে। তবে ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায় মুনাফার অতিরিক্ত লভ্যাংশ ঘোষণা করার ফলে ২ কোটি ২৪ লাখ টাকার রিজার্ভ কমে আসবে।
×