ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতীয় রুপী ইতিহাসের সর্বনিম্ন মানে

প্রকাশিত: ০৪:৫১, ১৪ আগস্ট ২০১৮

  ভারতীয় রুপী ইতিহাসের সর্বনিম্ন মানে

ডলারের বিপরীতে ভারতীয় রুপীর মান আশঙ্কাজনক হারে কমে গেছে। সোমবার এক ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে ৬৯.৬২ রুপী, যা ভারতীয় রুপীর ইতিহাসে সর্বনিম্ন মান। দুজন রুপী ব্যবসায়ী জানিয়েছেন, ভারতের কেন্দ্রীয় ব্যাংক দ্য রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) রুপীর পতন ঠেকাতে পদক্ষেপ নিচ্ছে। একটি বৈদেশিক ব্যাংকের জ্যেষ্ঠ ডিলার বলেন, আরবিআই ব্যবসায় মুদ্রা সরবরাহ কমিয়ে দিয়েছে। তবে সেটা খুব বড় আকারে নয়। রবিবার রুপীর মান ছিল এক ডলারের বিপরীতে ৬৯.৫২। সোমবার সকালে মান কমে দাঁড়ায় ৬৯.৬২ রুপীতে। গত শুক্রবার ৬৮.৮৪ রুপীতে পাওয়া যেত এক ডলার। রুপীর পতনের ফলে ১০ বছর মেয়াদি বন্ডে সুদ ৭.৭৫ শতাংশের স্থলে বেড়ে হয়েছে ৭.৮০ শতাংশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েনের ফলে তুরস্কের মুদ্রা লিরার ব্যাপক দরপতন ঘটে। এটি বিশ্বের অনেক উঠতি মুদ্রাবাজারকে অস্থিতিশীল করে তোলে। -অর্থনৈতিক রিপোর্টার
×