ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভিএফএস থ্রেড ডাইংয়ের আইপিও শেয়ার বিওতে জমা

প্রকাশিত: ০৪:৪৬, ১৪ আগস্ট ২০১৮

ভিএফএস থ্রেড ডাইংয়ের আইপিও শেয়ার বিওতে জমা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসেবে জমা হয়েছে। এখন কোম্পানিটির আবেদনের ভিত্তিতে লেনদেনের তারিখ চূড়ান্ত করা হবে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সিডিবিএলের মাধ্যমে কোম্পানিটির লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিও হিসাবে জমা হয়েছে। এর আগে গত ১৯ জুলাই কোম্পানির লটারির ড্র অনুষ্ঠান হয়। কোম্পানির আইপিওতে ৪৫.৫৭ গুণ আবেদন জমা পড়ে। গত ২৪ জুন থেকে কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয় যা চলে ২ জুলাই, সোমবার পর্যন্ত। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৩৮তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দিয়েছে। ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ২২ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি ২০ লাখ শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৯ টাকা ৯০ পয়সা। এ সময়ের কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা শূন্য ২ পয়সা। জানা যায়, এ টাকা দিয়ে কোম্পানিটি প্লান্ট ও মেশিনারিজ ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও খরচে ব্যয় করবে।
×