ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঈদে ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীর এ্যালবাম ‘আমার গানের প্রান্তে’

প্রকাশিত: ০৪:৪৫, ১৪ আগস্ট ২০১৮

  ঈদে ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীর এ্যালবাম ‘আমার গানের প্রান্তে’

স্টাফ রিপোর্টার ॥ জনপ্রিয় শিল্পী মাহমুদুন্নবী আধুনিক বাংলা গান ও চলচ্চিত্রের গানে যে নতুন মাত্রা সঞ্চার করেছিলেন তা আজও বাংলা ভাষাভাষী অগণিত শ্রোতার হৃদয়কে দোলা দেয়। কালজয়ী এই শিল্পীর গাওয়া অসংখ্য গান থেকে নির্বাচিত কয়েকটি গানে তার দুই কন্যা, কৃতী শিল্পী ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী, কণ্ঠ দিয়ে আমাদের কৃতার্থ করেছেন। পারিবারিক ঋদ্ধ সাঙ্গিতিক ঐতিহ্যে লালিত শিল্পীদ্বয়ের কণ্ঠমাধুর্যে নতুন প্রাণ পেল মাহমুদুন্নবীর অমর গানগুলো, আর তাই নিয়ে আধুনিক বাংলা গানের এ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে বেঙ্গল ফাউন্ডেশন। মাহমুদুন্নবী স্মরণে অডিও এ্যালবাটির নাম রাখা হয়েছে ‘আমার গানের প্রান্তে’। গানের সংখ্যা ১০টি। এ্যালবামে ফাহমিদা নবী কণ্ঠ দিয়েছেন যে গানগুলোতে সেগুলো হলো- ‘মনে মনের যে কথা’, ‘তুমি কখন এসে দাঁড়িয়ে আছ’, ‘তোমার দুহাত দিয়ে অন্ধ করে দাও’ ও ‘বড় একা একা লাগে’। সামিনা চৌধুরী গেয়েছেন ‘ওগো মোর মধুমিতা’, ‘আমি আগুনকে ভয় পাই না’, ‘অনেক সেধেছি সুর’ ও ‘তুমি যে আমার কবিতা’ গানগুলো। দ্বৈতকণ্ঠে তারা নিবেদন করেছেন ‘দিয়েছি মায়ের স্নেহ’ এবং ‘সুরের ভুবনে আমি আজও পথচারী’ গান দুটি। যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছেন আশু চক্রবর্তী। বাবা মাহমুদুন্নবী ও তার গান প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, কিংবদন্তি শিল্পী মাহমুদুন্নবীর গান গাওয়া অনেক বড় দায়িত্বের তারপর তিনি আমার বাবা। তার প্রতি ভালবাসা ভক্তকুলের অন্যরকম, বুঝতে পারি তখনই যখন আমাদের দেখলেই তাঁরা বলে ওঠেন, বাবার কন্যারা কেমন আছ? তোমার বাবার মতো কণ্ঠ আজও তো পেলাম না! তিনি বড় ভাল মানুষ ছিলেন। তার প্রতিটি গান ভালবাসায় লালিত শ্রোতার অন্তরে। এমনকি নতুন প্রজন্মের কাছেও নতুন করে বারবার বাবা ফিরে আসেন তার সোনালি কণ্ঠের মাধুরীতে। বেঙ্গল ফাউন্ডেশনের এই শ্রদ্ধা নিবেদনকে সম্মান জানাই। তাদের জন্য আমরা দুই বোন বাবার কিছু গান শ্রোতার কাছে তুলে দিলাম। বাবার মতো গাইতে পারিনি, চেষ্টা করেছি মাত্র। এ্যালবামটি সংগ্রহে রাখার মতো শ্রোতা আজও আছে, থাকবে বিশ্বাস করি, যারা গান ভালবাসেন তাদের জন্য আমাদের দুই বোনের ক্ষুদ্র প্রয়াস, আশা করি বাবাকে খুঁজে পাবেন গানে গানে। সামিনা চৌধুরী বলেন, নিজের বাবার কথা বলতে বলা হলে যেমন অনেক কথাই বলা যায়। কত কথা, কত স্মৃতি তা তো শেষ হবার নয়। তার গান আমাদের কণ্ঠে ধারণ করে তার মতো বিশাল সমুদ্রসম কণ্ঠের পরিধি জানানোর ভাষা অন্তত আমার জানা নেই। আমার শোনা একটি কণ্ঠ যার কথা বলা এবং গাইবার আওয়াজ এক। তাই তার গায়কীতে ফুটে উঠত সহজ সারল্যে ভরা একটি চরিত্র। একই সঙ্গে তার গায়কীতে ছিল নৈপুণ্য, যা তিনি সাবলীলভাবে তার গুণ দিয়ে গেয়ে মানুষের মনে চিরদিনের মতো গেঁথে দিয়ে গেছেন। সেই গাঁথা ভেঙে বেরোনো অসম্ভব। তারপরও মাহমুদুন্নবীর গান গাইবার লোভ বা সাহস যাই বলি না কেন, তা করলাম দু’বোন মিলে শুধু বেঙ্গল ফাউন্ডেশনের সুন্দর একটি ইচ্ছাপূরণ করতে। আব্বার স্বর্ণখচিত হাজারো গান থেকে কিছু গান প্রিয় শ্রোতাদের হাতে তুলে দেয়ার দুঃসাহস করলাম। বাবার গান এবং মানুষ মাহমুদুন্নবীকে যারা ভালবাসেন, তারাও যে আমাদের কাছে আবদার করেছেন তার গান আমাদের কণ্ঠে ধারণ লালন করতে। তো আবারও সেই সাহস করলাম। কাজটি কঠিন, তবে অনেক ভালবাসায় ভরা, অনেক আবেগময় আর স্মৃতিময়। আমাদের জন্য দোয়া করবেন যেন বাবার গানগুলো শুদ্ধভাবে গেয়ে যেতে পারি এবং তার পথ ধরে শুদ্ধ ও সঠিক সঙ্গীতের পথে হাঁটতে পারি।
×