ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোরীয় নেতৃবৃন্দ আগামী মাসে আবার বৈঠকে বসছেন

প্রকাশিত: ০৪:২৭, ১৪ আগস্ট ২০১৮

 কোরীয় নেতৃবৃন্দ আগামী মাসে আবার বৈঠকে  বসছেন

উত্তর ও দক্ষিণ কোরিয়া আগামী মাসে পিয়ংইয়ংয়ে বৈঠকে বসতে সম্মত হয়েছে। সোমবার দুই দেশের প্রতিনিধিদের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনার পর চলতি বছর সীমান্ত সম্পর্কের অগ্রগতির ক্ষেত্রে এটাই সর্বশেষ পদক্ষেপ। দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় একথা জানিয়েছে। ইয়াহু নিউজ। উত্তর কোরীয় নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন গত এপ্রিল ও মেতে দুই কোরিয়াকে বিভক্তকারী বেসামরিক অঞ্চল হিসেবে পরিচিত পানমুনজম গ্রামে বৈঠক করেন। তখন তারা একমত হন যে পরবর্তী বৈঠক উত্তর কোরিয়ার রাজধানীতে অনুষ্ঠিত হবে। সোমবার পানমুনজমে দুই কোরিয়ার প্রতিনিধিরা দুই দেশের নেতার মধ্যে তৃতীয় বৈঠকের বিষয়ে আলোচনা করতে মিলিত হন। এতে দক্ষিণ কোরিয়ার পক্ষে নেতৃত দেন একত্রীকরণ মন্ত্রী চো মাইয়ং-গিয়ন এবং উত্তর কোরিয়ার পক্ষে দেশটির পুনরেকত্রীকরণ কমিটির চেয়ারম্যান রি সন গাউন। বৈঠকের পর রি বলেন, উভয় পক্ষ বৈঠকের তারিখসহ বেশ কিছু বিষয়ে একমত হয়েছে। তবে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি। যা হোক তিনি আবারও বিস্তারিত না জানিয়ে বলেন, আন্তঃকোরীয় সম্পর্ককে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নিতে যে সব প্রতিবন্ধকতা রয়েছে তা পরিষ্কার করা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আলোচনায় যেসব ইস্যু উত্থাপিত হয়েছে তার যদি সমাধান না হয় তবে অপ্রত্যাশিত সমস্যা উত্থিত হতে পারে এবং ইতোমধ্যে আলোচনায় যেসব বিষয় অন্তুর্ভুক্ত করা হয়েছে তা বাধার সম্মুখীন হতে পারে। রি যেসব সমস্যার প্রতি ইঙ্গিত করেছেন চো সেসব সমস্যার বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে অস্বীকার করেছেন।
×