ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লর্ডস টেস্টে ইনিংসে হারল ভারত

প্রকাশিত: ০৮:২২, ১৩ আগস্ট ২০১৮

 লর্ডস টেস্টে ইনিংসে হারল ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ জেমস এ্যান্ডারসনের বিধ্বংসী বোলিংয়ের সঙ্গে ক্রিস ওকসের অসাধারণ ব্যাটিংয়ের সামনে কুলিয়েই উঠতে পারলেন না বিরাট কোহলিরা। লর্ডস টেস্টে ইনিংস ও ১৫৯ রানের বড় ব্যবধানে হার হয়েছে। চারদিন না যেতেই হার হয়। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ল ভারত। দাপটের সঙ্গে একের পর এক জয় তুলে নিচ্ছে স্বাগতিক ইংল্যান্ড। ভারতকে টেস্ট সিরিজে পাত্তাই দিচ্ছে না ইংলিশরা। টস হেরে আগে ব্যাটিং করে বিপাকে পড়ে ভারত। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া এ্যান্ডারসনের গতির সামনে পড়ে ১০৭ রানেই গুটিয়ে যায় ভারত। এরপর ক্রিস ওকসের অপরাজিত ১৩৭ রানের অসাধারণ ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৩৯৬ রান করে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। বেয়ারস্টোও ৯৩ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন। ওকস ও বেয়ারস্টো মিলেই ইংল্যান্ডের স্কোর মজবুত করেন। প্রথম ইনিংসেই ২৮৯ রানে এগিয়ে যায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে আবার এ্যান্ডারসনের (৪/২৩) বোলিং তোপে পড়ে ভারত ব্যাটসম্যানরা। সঙ্গে স্টুয়ার্ট ব্রডও (৪/৪৪) গতির ঝড় তোলেন। তাতে করে ১৩০ রানের বেশি করতেই পারেনি ভারত। রবীচন্দ্রন অশ্বিন সর্বোচ্চ অপরাজিত ৩৩ রান করতে সক্ষম হন। বার্মিংহ্যামে অনুষ্ঠিত প্রথম টেস্টে ৩১ রানে জিতেই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। লর্ডস টেস্টে তারচেয়েও বড় জয় নিয়ে মাঠ ছেড়ে এখন সিরিজ জয়ের কাছাকাছি পৌঁছে গেছে ইংল্যান্ড। হাতে থাকা সিরিজের আরও তিন টেস্টের যে কোন একটি জিতলেই ইংল্যান্ডের সিরিজ জয় হয়ে যাবে। নটিংহ্যামে ১৮ আগস্ট থেকে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। স্কোর ॥ ভারত প্রথম ইনিংস ১০৭/১০; অশ্বিন ২৯, কোহলি ২৩; এ্যান্ডারসন ৫/২০ ও দ্বিতীয় ইনিংস ১৩০/১০; অশ্বিন ৩৩*, পান্ডে ২৬, কোহলি ১৭; এ্যান্ডারসন ৪/২৩, ব্রড ৪/৪৪। ইংল্যান্ড প্রথম ইনিংস ৩৯৬/৭; ইনিংস ঘোষণা; ওকস ১৩৭*, বেয়ারস্টো ৯৩, কারান ৪০, সামি ৩/৯৬। ফল ॥ ইংল্যান্ড ইনিংস ও ১৫৯ রানে জয়ী। ম্যাচ সেরা ॥ ক্রিস ওকস (ইংল্যান্ড)। সিরিজ ॥ পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে ইংল্যান্ড।
×