ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাবিহা রহমান

ঈদের দিনের সাজ

প্রকাশিত: ০৬:২৬, ১৩ আগস্ট ২০১৮

ঈদের দিনের  সাজ

ঈদের দিন যে কত কাজ করতে হবে! নারীদের কি আর কাজের শেষ আছে! আর ঈদের দিন যেন আর সেই আগের ঈদ নেই। ছোটবেলায় মা রান্না করতেন, আর আমরা ইচ্ছামতো সাজুগুজু করতাম। কিন্তু এখন তো আর তা সম্ভব নয় যে, ঘণ্টার পর ঘণ্টা লাগিয়ে সাজুগুজু করব। তবুও ঈদের দিন বলে কথা। একদমই একটু সাজগোজ না করলেও যে আবার ভাললাগে না। কিন্তু সময় কই? ঠিক আছে! আমি জানি, এই সমস্যা অনেকেরই। বাসার রান্নাবান্না এবং বিভিন্ন কাজের চাপে সাজুগুজু করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তবে যাদের হাতে সময় আছে, তাদের তো কথাই নেই। তবে যাদের হাতে সময় অল্প তাদের জন্য সুখবর! কারণ, মাত্র ২০ মিনিট হলেই কিন্তু আপনি ঈদের দিনের মেকআপটা কমপ্লিট করে নিতে পারবেন। কারণ, দিনের বেলার লুক-তো আর রাতের মতো গ্ল্যামারস হবে না, যার ফলে সময়ও কম লাগবে। আচ্ছা চলুন, আর কথা না বাড়িয়ে ঈদে দিনের মেকআপটা কী ধরনের হতে পারে তার সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নেই। ফেস মেকআপ ১. ফেস মেকআপ শুরুর আগেও কিন্তু কিছু কাজ থাকে যা, মেকআপকে ফ্ললেস এবং সুন্দর লাগতে সাহায্য করে। মেকআপ শুরুর আগে এজন্য আপনার পছন্দের একটা ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবেন। এরপর একটা স্ক্রাব নিয়ে মুখটাকে স্ক্রাবিং করে নেবেন। এছাড়াও একটা লিপ স্ক্রাবার নিয়ে লিপস স্ক্রাবিং করে নিয়ে একটা লিপবাম লাগাবেন। এরপর একটা শিটমাস্ক লাগাবেন। শিটমাস্কটা ১৫ মিনিট রাখার পর তুলে ফেলবেন এবং সিরামটা ফেসে প্যাটিং মোশনে ম্যাসাজ করে নেবেন। ধোয়ার কোনই প্রয়োজন নেই। এখানে একটা কথা বলে রাখি, যারা ঈদের দিন প্রচুর ব্যস্ত থাকবেন, তারা স্ক্রাবার এবং শিটমাস্কটা আগের দিন রাতে লাগাবেন। এরপর আপনার স্কিন টাইপ অনুযায়ী ময়েশ্চারাইজার লাগাবেন। আপনি ঘরে থাকুন কিংবা বাইরে, একটা সানস্ক্রিন কিন্তু মাস্ট লাগাবেন। ২. স্কিন-টাকে প্রিপেয়ার করার পর এবার মেকআপের পালা। প্রথমে আপনার স্কিন টাইপ অনুযায়ী প্রাইমার লাগিয়ে নিন। আপনার ফেস এ কোন স্পট/ডার্ক সার্কেল থাকলে সেগুলো হাইড করার জন্য একটা পিচ/অরেঞ্জ কালারের কন্সিলার লাগান এবং ব্লেন্ড করে নিন। ৩. দিনের বেলার মেকাপের জন্য ফাউন্ডেশনের বদলে নিয়ে নেবেন ২টা শেডের ফুল কভারেজ কন্সিলার। দিনের বেলা ফাউন্ডেশনের বদলে কন্সিলার ব্যবহার করলে মেকআপটা খুব বেশি ভারি লাগবে না এবং ন্যাচারাল একটা ফিনিশিং আসবে যা দিনের বেলার জন্য খুবই দরকারি। আর কন্সিলারটি ফুল কভারেজ হওয়াতে পরিমাণেও বেশি লাগবে না। আপনার স্কিনের সঙ্গে পারফেক্টলি ম্যাচ করে এমন একটা শেড এবং আপনার স্কিনের থেকে ২-৩ শেড লাইটার অন্য একটা শেড- এই ২টা শেডের কন্সিলার দরকার পড়বে। আপনার স্কিনের সঙ্গে ম্যাচ করে যে কন্সিলারটি, সেটি ফেসের আউটার পার্টগুলোতে লাগান। আর লাইটার শেডটি ফেসের ভেতরের দিকে লাগান যেমন, থুঁতনি, চোখের নিচে, কপালে ও নাকের উপরে। এতে করে একইসঙ্গে ক্রিম হাইলাইটিংয়ের কাজটাও হয়ে যাবে। কন্সিলারটা কিন্তু ব্রাশ অথবা ড্যাম্প মেকাপ স্পঞ্জের সাহায্যে ভালভাবে ব্লেন্ড করে নিতে ভুলবেন না। ৪. এবার একটা ফেসপাউডার এবং পাউডার ব্রাশের সাহায্যে পুরো মেকআপটা সেট করে নিন। ৫. আপনার ফেস যদি একটু গোলগাল হয় তবে কনট্যুরিং করে নিতে পারেন। তবে একদমই হার্ষ কনট্যুরিং করবেন না। কপালে হেয়ারলাইনে, নাকের দুইপাশে, চিন-এর নিচে হালকা কনট্যুরিং করে নিতে পারেন। তবে ফেসে ফিচার স্কিনি হলে কনট্যুরিং এর কোনই দরকার নেই। ৬. দিনের বেলায় যে পার্টটি একদমই স্কিপ করবেন না, তা হলো ব্লাশ। কারণ, দিনের বেলায় ব্লাশ ফেসে একটা হেলদি গ্লো ক্রিয়েট করে। একটা ব্লাশ ব্রাশের সাহায্যে চিকসের উপর ব্লাশ লাগিয়ে ব্লেন্ড করে নিন। চাইলে পাউডার ব্লাশের বদলে টিন্টেড ব্লাশ ব্যবহার করতে পারেন। খুবই ন্যাচারাল লুক আসবে। ব্লাশ হিসেবে বেছে নিতে পারেন- কোরাল, মভ, মভি পিংক, ব্রাউনিশ পিংক, পিচ ইত্যাদি কালার। ৭. দিনের বেলা চাইলে আপনি পাউডার হাইলাইটার নাও লাগাতে পারেন। তবে আমার মতো হাইলাইটারপ্রেমী হলে কি আর বাদ দেয়া যায়? চিক বোনের ওপরে, নাকের ওপরে, থুঁতনি, আইব্রো বোনে আর চোখের ইনার কর্নারে হাইলাইটার লাগিয়ে নিতে পারেন। তবে খুব বেশি লাগালে কিন্তু আবার ন্যাচারাল ফিনিশিংটা থাকবে না। আই মেকআপ ১. ফেস মেকআপ-তো মোটামুটি কমপ্লিট। এবারে আই মেকআপে চলে যাওয়া যাক। আই মেকাপের শুরুতে আইব্রোগুলো এঁকে নিন ন্যাচারালভাবে। এক্ষেত্রে চটজলদি কাজটা সারতে পারবেন আইব্রো পেনসিল দিয়ে। আইব্রোগুলো একটা আইব্রো জেল দিয়ে সেট করে নিন। হাতে সময় থাকলে একটা কন্সিলার দিয়ে আইব্রোর চারপাশে লাগিয়ে আইব্রোগুলো ডিফাইন করে নিতে পারেন। ২. ফেস মেকাআপের সময় যেহেতু চোখের পাতায় কন্সিলার লাগিয়ে পাউডার দিয়ে সেট করেছেনই। তাহলে আই মেকআপের সময়ে আই প্রাইমার লাগানোর কোন প্রয়োজন নেই। আই শ্যাডো হিসেবে দিনের বেলায় বেছে নিন পিংক, ব্রাউন, কোরাল, অরেঞ্জ, ইয়েলো, মভ, পিচ, শ্যাম্পেইন, রোজ গোল্ড, গোল্ডেন, সিলভার ইত্যাদি কালার। ম্যাট, শীমারি, মেটালিক- যে কোন আইশ্যাডো লাগাতে পারেন। তবে গ্লিটার ব্যবহার না করলেই ভাললাগবে। ৩. চোখে চিকন করে উইংড লাইনিং করে নিতে পারেন। আবার না চাইলে শুধু মাসকারাও লাগাতে পারেন। তবে মাসকারা বাদ দেয়া যাবে না। দিনের বেলা ফলস আইল্যাশ বাদ দেয়াই ভাল হবে। লিপস্টিক ১. দিনের বেলার মেকআপে ডার্ক লিপস্টিকটা রাতের জন্য রেখে দিয়ে বেছে নিন পিংক, ন্যুড, ব্রাউন, কোরাল, পিচ, অরেঞ্জিস ব্রাউন, পিংকিস ব্রাউন, মভ ইত্যাদি কালার। এগুলো দিনের লুকের সঙ্গে বেশ মানিয়ে যাবে। ২. শেষে যেটির কথা না বললেই নয়, তা হলো মেকআপ সেটিং স্প্রে। মেকআপটাকে সারাদিন ধরে লং লাস্টিং করতে এবং মেকআপের পাউডারি ফিনিশিং দূর করতে পুরো ফেসে মেকআপ সেটিং স্প্রে ব্যবহার করে নিন। ব্যস, আপনার ঈদের মেকাপ কমপ্লিট। ট্রাস্ট মি, এই মেকআপটা হাত চালিয়ে করলে আপনার ২০ মিনিটের বেশি সময় লাগার কথা নয়। আশা করছি, ঈদের দিনের বেলার মেকআপ নিয়ে একটু হলেও আইডিয়া দিতে পেরেছি। ছবি : কে ক্রাফট
×