ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আজ ৫ বছরের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আশরাফুলের

প্রকাশিত: ০৫:৩৩, ১৩ আগস্ট ২০১৮

  আজ ৫ বছরের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আশরাফুলের

মিথুন আশরাফ ॥ আর মাত্র একদিন। আজকের দিনটি যেতেই মুক্ত হয়ে যাবেন মোহাম্মদ আশরাফুল। ফ্র্যাঞ্চাইজি ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে তার। পাঁচ বছরের নিষিদ্ধাদেশ কেটে যাচ্ছে। মুক্ত জীবন পাচ্ছেন তিনি। সেই ২০১৩ সালের ১৩ আগস্ট থেকে নিষিদ্ধ জীবন কাটাচ্ছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আশরাফুল। ২০১৬ সালের ১৩ আগস্টের পর ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগ পান। ঘরোয়া ক্রিকেট থেকে তার তিন বছরের নিষিদ্ধাদেশ উঠে যায়। তবে ফ্র্যাঞ্চাইজি ও আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধই থাকেন। পাঁচ বছরের নিষিদ্ধাদেশ আজকের দিনটি যেতেই শেষ হয়ে যাবে আশরাফুলের। ২০১৩ সালের বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল টি২০) ম্যাচ গড়াপেটায় আশরাফুল নিষিদ্ধ হয়েছিলেন। বিপিএলে ম্যাচ পাতানো এবং স্পট ফিক্সিংয়ের দায়ে বিপিএল এন্টি করাপশন ট্রাইব্যুনাল আশরাফুলকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করে। সঙ্গে ১০ লাখ টাকাও জরিমানা করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি প্যানেল ওই সাজা কমিয়ে পাঁচ বছর করে। দীর্ঘ অপেক্ষঅর পর আশরাফুল পুরোপুরি মুক্ত হচ্ছেন। এ দিনটির জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছেন। আশরাফুল বলেছেন, ‘প্রায় সাড়ে পাঁচ বছর ধরে অপেক্ষা করেছি এই দিনটির জন্য। এবার ইন্টারন্যাশনাল ক্রিকেট ও বাংলাদেশ প্রিমিয়ার লীগে খেলার জন্য উন্মুক্ত হচ্ছি।’ দুই বছর ধরে ঘরোয়া লীগে অংশ নিচ্ছেন আশরাফুল। ঢাকা প্রিমিয়ার লীগে গত মৌসুমে ঝলক দেখিয়েছেন। পাঁচ সেঞ্চুরি করে আলোড়ন জাগিয়েছেন। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজেকে মেলে ধরতে পারেননি। এবার আশরাফুল জাতীয় দলে খেলার জন্য নিজেকে মেলে ধরতে চান। বলেছেন, ‘যদিও আমি শেষ দুই বছর প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছি। পাঁচ বছর আগে থেকেই ভেবেছিলাম যে বাংলাদেশ দলের হয়ে আবার খেলব। শেষ ঢাকা প্রিমিয়ার লীগে ভাল খেলেছি। এবারও ঘরোয়া ক্রিকেটে বাড়তি মনোযোগ দেব।’ জাতীয় দলে খেলতে হলে ফিটনেসটাও ঠিক থাকা জরুরী। নাহলে যে সুযোগ মিলবে না। আশরাফুল তা জানেন, ‘আমি মূলত ফিটনেসের প্রতি নজর দিচ্ছি দুইটা বছর ধরে। গেল দু’মাসে আট থেকে নয় কেজি ওজন কমেছে।’ আশরাফুল চেষ্টা করে যাচ্ছেন। বাকিটা সময় গড়াতে থাকবে। আশরাফুলের ঘরোয়া লীগে পারফর্মেন্সই পথ দেখিয়ে দেবে। অবশ্য আপাতত আশরাফুলকে নিয়ে ভাবতে নারাজ বিসিবির জাতীয় দলের নির্বাচক কমিটি। কেন? প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুই তা বলে দিলেন, ‘এ মুহূর্তে দলে কোন জায়গা নেই (আশরাফুলের)। সে অনেকদিন ধরেই আন্তর্জাতিক পর্যায়ে নেই। সুতরাং ঘরোয়া ক্রিকেটে সব ফরমেটে তাকে খেলতে হবে। ওর ফিটনেস আন্তর্জাতিক পর্যায়ের জন্য ঠিক আছে কিনা, সেটা দেখতে হবে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর সব ফরমেটে খেলুক, তারপর এক বছর যাওয়ার পর বুঝতে পারব তার ফিটনেস কোন লেভেলে আছে। তাকে কোন ফরমেটের জন্য আমরা চিন্তা করব, সেটা আমাদের দেখতে হবে। আমরা এখন তেমন কোন চিন্তা করছি না।’ সঙ্গে যোগ করেন, ‘ফিটনেসটা জাতীয় দলের ক্রিকেটারদের পর্যায়ে আনতে হবে। আর পারফর্মেন্সটা অন্যদের তুলনায় অনেক ভাল হতে হবে। কারণ, সে যে জায়গায় ব্যাট করে সেই জায়গায় অনেক ক্রিকেটার স্থায়ী হয়ে গেছে। জাতীয় দলের জন্য কোন প্লেয়ারকে যদি দেখা হয় তাকে বিশেষ পারফর্মেন্স করেই আসতে হবে।’ বোঝাই যাচ্ছে, আশরাফুলের জন্য জাতীয় দলে খেলার পথটা সহজ নয়। তবে এখনই এ নিয়ে আশরাফুল যে বিশেষভাবে ভাবছেন তাও নয়। আপাতত তিনি আজকের দিনটি যেতেই যে নিষেধাজ্ঞা থেকে মুক্ত হচ্ছেন তা নিয়েই ভাবছেন।
×