ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু হত্যার পর চক্রান্ত এখনও থেমে নেই ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩০, ১৩ আগস্ট ২০১৮

  বঙ্গবন্ধু হত্যার পর চক্রান্ত এখনও  থেমে নেই ॥  স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পেছনে শুধু দেশীয় নয়, ছিল আন্তর্জাতিক চক্রান্ত। সে চক্রান্ত এখনও থেমে নেই। বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ক্ষমতা নিয়েছিল তারা বাংলাদেশকে দুর্নীতির দেশ, খাদ্য ঘাটতির দেশ, বিদ্যুত ঘাটতি এবং জঙ্গীবাদের দেশে পরিণত করেছিল। কিন্তু বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশ আজ খাদ্যে উদ্বৃত্তের দেশ, বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ দেশ। উন্নয়নের এ ধারা ধরে রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে রবিবার আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী কথাগুলো বলেন। নগরীর জিইসি কনভেনশন সেন্টারে এ সভায় তিনি বলেন, জাতির জনককে হত্যার পর আমরা যুদ্ধাপরাধীদের গাড়িতে দেশের জাতীয় পতাকা উড়তে দেখেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুঃসময়ের উত্তরণ ঘটেছে। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশের গ্রামের পর গ্রাম ঘুরে বেড়িয়েছেন। কোন বাজারে কোন নেতা অবস্থান করেন তা তিনি অবহিত। বঙ্গবন্ধুর অবর্তমানে তাঁর কন্যার বিকল্প নেই। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন করে চলেছেন। দুর্নীতি তাঁকে স্পর্শ করতে পারেনি। তিনি দেশের অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় এ সভায় বিশেষ অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দিন, দলের কেন্দ্রীয় উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
×