ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত সংবাদ বিষয়ে উকিল নোটিস

প্রকাশিত: ০৫:০৮, ১৩ আগস্ট ২০১৮

 প্রকাশিত সংবাদ বিষয়ে  উকিল নোটিস

গত ৬ আগস্ট দৈনিক জনকণ্ঠে ‘কয়লা চুরি থেকে চোখ ফিরিয়ে রাখতে ব্যয় ২৯ কোটি টাকা! গড়ে তোলা হয়েছিল ঘুষের তহবিল’ শিরোনামে একটি রিপোর্ট প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) সাবেক জিএম আবুল কাশেম প্রধানিয়ার নাম আসায় তিনি ব্যারিস্টার নাদিয়া নাজনিনের মাধ্যমে একটি উকিল নোটিস প্রদান করেছেন। উকিল নোটিসে ব্যারিস্টার নাজনিন দাবি করেন, তার মক্কেল বড়পুকুরিয়া শ্রমিক কল্যাণ তহবিলের কোন ধরনের দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত নয়। তিনি এই তহবিলের ট্রাস্টি বোর্ডের সদস্যও নন। বিসিএমসিএলের সম্প্রতি তদন্তে তার মক্কেলের কোন সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। উকিল নোটিসে বলা হয়, প্রতিবেদনের অভিযোগসমূহ আপত্তিকর, বিদ্বেষপূর্ণ মিথ্যা এবং মানহানিকর। প্রকাশিত প্রতিবেদনটি প্রিন্ট এবং অনলাইন ভার্সনে মুদ্রিত হওয়ায় তার মক্কেলের পেশাগত ও ব্যক্তিগত জীবনে অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি দাবি করেছেন অসংযতভাবে সংবাদপত্রের মাধ্যমে তার মক্কেলের ব্যক্তি অধিকারকে ক্ষুণœ করা হয়েছে। নোটিস পাওয়ার সাত দিনের মধ্যে তার মক্কেলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রত্যাহার করার অনুরোধ জানানো হয়েছে। নোটিসটিতে বলা হয়েছে তার মক্কেলের বিরুদ্ধে আনীত ভিত্তিহীন অভিযোগসমূহ প্রত্যাহার না করলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×