ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রমনার লেকে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ০৫:০৫, ১৩ আগস্ট ২০১৮

  রমনার লেকে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রমনা উদ্যানের লেকে গোসল করতে নেমে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেÑ মাহফুজ (১৫) ও আদনান (১৫)। তারা কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। শাহজাহানপুরের গুলবাগে থাকত তারা। নিহতের সহপাঠী আরিফ জানায়, তিনজন ক্লাস না করে দুপুরে রমনা উদ্যানে ঘুরতে বের হয়। সেখানে তারা ফুটবল খেলে। এক পর্যায়ে মাহফুজ ও আদনান লেকে গোসল করতে নামে। মাহফুজ সাঁতার জানলেও আদনান জানত না। গোসলের একপর্যায়ে লেকের এপার থেকে ওপারে যাওয়ার উদ্দেশে মাহফুজ বন্ধু আদনানকে পিঠে নিয়ে সাঁতার দেয়। মাঝপথে গিয়ে মাহফুজ আর সাঁতার কাটতে পারছিল না। এ সময় আদনানও মাহফুজের গলা ছাড়ছিল না। ফলে দু’জনেই পানিতে ডুবে যায়। আমি (আরিফ) চিৎকার দিলে আশপাশের লোকজন এসে লেকের পানি থেকে দু’জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে তিন কিশোর লেকের পাশে ফুটবল খেলে লেকে গোসল করতে নামে। এ সময় এক বন্ধুকে পিঠে নিয়ে সাঁতার কেটে লেকের কিনারায় পৌঁছাতে চেয়েছিল সাঁতার জানা আরেক কিশোর। কিন্তু কিনারায় পৌঁছতে পারেনি তারা। মাঝপথে দুই কিশোরই পানিতে তলিয়ে যায়। পরে সেখানে আগত দশনার্থীরা লেক থেকে দুই কিশোরকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসাইন জানান, বেলা ২টা ৫৭ মিনিটে জরুরঅ সেবা ‘৯৯৯’ থেকে দুই শিক্ষার্থীর নিখোঁজের সংবাদ দেয়া হয়। এর এক মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও ডুবুরি দল ঘটনাস্থলে রমনা পার্কের লেকের উদ্দেশে রওনা হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, তারা দুপুরে স্কুল ফাঁকি দিয়ে রমনা উদ্যানে গিয়ে লেকে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
×