ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করছে বাংলাদেশ ॥ দীপুমনি

প্রকাশিত: ০৫:০২, ১৩ আগস্ট ২০১৮

 বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করছে বাংলাদেশ ॥ দীপুমনি

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জাতিসংঘের বিভিন্ন অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বশান্তির বিষয়ে জাতিসংঘে কয়েকবার বক্তব্য দিয়েছেন। একই সঙ্গে জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের সেনারা সক্রিয় অংশগ্রহণ করছেন বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ডাঃ দীপু মনি। রবিবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) আয়োজিত ‘আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ: জাপানের অভিজ্ঞতা’ শীর্ষক দু’দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনকালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে। বাংলাদেশ বহু বছর ধরে জাতিসংঘ পিস কীপিংয়ে বাহিনী পাঠিয়ে যাচ্ছে। কিন্তু যুদ্ধপরবর্তী সমাজ ও রাষ্ট্র গঠনে পিস বিল্ডিং অবশ্য প্রয়োজনীয় কাজ হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ’১৪ সালে জাপান সফরে গেলে সেখানে পিস বিল্ডিং কমপ্লেক্স ঢাকায় প্রতিষ্ঠা করার বিষয়ে কথা হয়। জাপানের সহায়তার মাধ্যমেই এটি প্রতিষ্ঠা পেয়েছে। শীঘ্রই ঢাকার আগারগাঁওয়ে পিস বিল্ডিং সেন্টারের উদ্বোধন হবে। বাংলাদেশের অবস্থান সব সময় বিশ্বশান্তির পক্ষেই। বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ-জাপান একযোগে কাজ করে যাবে। ’৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে জাপানের জনগণ ও সরকারের অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য জাপান বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধু। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোয়েসু ইজুমি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআইআইএসএস মহাপরিচালক মেজর জেনারেল একেএম আবদুর রহমান, এনডিসি, পিএসসি। সভাপতিত্ব করেন বিআইআইএসএসের বোর্ড অব গবর্নরের চেয়ারম্যান রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমদ। অন্তর্জাতিক সম্মেলনটি মোট ছয়টি সেশনে বিভক্ত ছিল। এর বিভিন্ন সেশনে সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব শহীদুল হক, জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর মিয়া সেপ্পো প্রমুখ। বিশেষ অতিথির বক্তব্যে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোয়েসু ইজুমি বলেন, রোহিঙ্গাদের বিষয় বাংলাদেশের গুরুত্ব ও সহ্য ক্ষমতা বিশ্বকে নাড়া দিয়েছে। কূটনীতিতে ধর্ম ও আদর্শ এ দুটির ভারসাম্য রক্ষা করে চলতে হবে। বাংলাদেশ প্রতিবেশী দেশ থেকে আসা ৭ লাখ নাগরিককে আশ্রয় দিয়েছে। আমরা এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান আশা করি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাপানের হিরোশিমা পিস বিল্ডার্স সেন্টারের অধ্যাপক ড. হিদেকা শিনোদা। রোহিঙ্গা সঙ্কট সমাধানে চীন অগ্রণী ভূমিকা পালন করতে পারে বলে অভিমত প্রকাশ করে তিনি বলেন, এই সঙ্কটে জাপান বাংলাদেশকে সহায়তা করে চলেছে। একই সঙ্গে রোহিঙ্গা সঙ্কট সমাধানে চীন অগ্রণী ভূমিকা পালন করতে পারে। কেননা, দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে চীনের প্রভাব অনেক। তাই চীন ছাড়া এই অঞ্চলের অনেক সমস্যার সমাধানও সম্ভব নয়। দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের বিভিন্ন সেশনে বক্তারা বলেন, বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক কার্যক্রমে অন্যতম শীর্ষ অংশগ্রহণকারী এবং দেশটির শান্তিরক্ষা বিষয়ক কার্যক্রম বিগত বছরগুলোতে প্রসারিত হয়ে সংঘর্ষোত্তর সময়ে সাধারণ জনগণের অংশগ্রহণে প্রতিষ্ঠান বিনির্মাণকে অন্তর্ভুক্ত করেছে। গুরুত্ব ও সমস্যার গভীরতা বিবেচনায় শান্তি প্রতিষ্ঠার বিষয়টি ‘২০৩০ এজেন্ডা ফর সাসটেন্যাবল ডেভেলপমেন্ট’ এ অন্তর্ভুক্ত করা হয়েছে। এসডিজি ১৬ এর লক্ষমাত্রা পূরণের অন্যতম তাগিদ হচ্ছে ‘টেকসই উন্নয়নের লক্ষ্য শান্তিপূর্ণ এবং অংশীদারিত্বমূলক সমাজ’ এ লক্ষ্য পূরণ করা একটি চ্যালেঞ্জিং কাজ এবং এর জন্য রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন। আন্তর্জাতিক অঙ্গনে একটি শান্তিপূর্ণ ও দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে জাপান বিশ্বশান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে অসামান্য অবদান রেখে চলেছে। বিশ্ব সম্প্রদায়ের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় দেশটি সক্রিয় ভূমিকা পালন করে। বক্তারা বলেন, যেহেতু দেশটি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নেতৃস্থানীয় ভূমিকা রাখছে। পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও জাপান উভয়েই প্রভূত উপকৃত হতে পারে। আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিদেশী কূটনীতিক, রাষ্ট্রদূত, গবেষক ও বিশেষজ্ঞ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা বিভিন্ন সেশনে উপস্থিত থেকে উন্মূক্ত আলোচনা পর্বে তাদের বিভিন্ন মতামত, পরামর্শ ও প্রশ্নসমূহ উপস্থাপন করেন।
×