ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জাপানের নাট্যোৎসবে স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’

প্রকাশিত: ০৪:৪১, ১৩ আগস্ট ২০১৮

জাপানের নাট্যোৎসবে স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’

স্টাফ রিপোর্টার ॥ জাপানের সর্ববৃহৎ নাট্য ও সাংস্কৃতিক উৎসব অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘ফেস্টিভ্যাল টোকিও ২০১৮’-এ নাট্যমঞ্চায়নের জন্য আমন্ত্রিত হয়েছে দেশের অন্যতম নাট্যসংগঠন স্বপ্নদল। আগামী ১৩ অক্টোবর থেকে অনুষ্ঠিতব্য ৩৭ দিনব্যাপী এ উৎসবে সুবিখ্যাত টোকিও মেেেট্রাপলিটন থিয়েটারের ‘থিয়েটার ওয়েস্ট’ মিলনায়তনে ৩ এবং ৪ নবেম্বর পরপর দু’দিন স্বপ্নদল প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’ নাটকের দু’টি প্রদর্শনী হবে। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে স্বপ্নদলের দেশ-বিদেশে দর্শকনন্দিত ও আলোচিত যুদ্ধবিরোধী গবেষণাগার প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’ নাটকের রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। ‘ফেস্টিভ্যাল, টোকিও ২০১৮’-এ অংশগ্রহণের জন্য নির্বাচিত স্বপ্নদলের ১৩ জন সদস্য হলেনÑ জুয়েনা শবনম, ফজলে রাব্বি সুকর্ণ, সামাদ ভূঞা, শিশির সিকদার, জেবুন নেসা, শাখাওয়াত শ্যামল, মেহেদী রানা, সোনালী রহমান, অর্ক অপু, নিসর্গ শবনম, অনিন্দ্য অন্তরিক্ষ, সুমাইয়া আক্তার ও জাহিদ রিপন। জাপানের মূলধারার উৎসবে এবারই প্রথম কোন বাংলাদেশী নাট্যসংগঠন আমন্ত্রিত হলো। এর পূর্বে ‘ফেস্টিভ্যাল টোকিও ২০১৬’তে অংশ হিসেবে উৎসব কর্তৃপক্ষ স্বপ্নদলের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক জাহিদ রিপনকে ‘ট্রাডিশনাল এ্যান্ড কনটেম্পোরারি থিয়েটার অব বাংলাদেশ’ (বাংলাদেশের ঐতিহ্যবাহী ও সমকালীন নাট্যচর্চা) শীর্ষক প্রবন্ধ উপস্থাপন এবং উৎসবে ‘ত্রিংশ শতাব্দী’র মঞ্চায়ন বিষয়ক সভার জন্য জাপানে আমন্ত্রণ জানায়। পরবর্তীতে নানা ধাপে যাচাই এবং সর্বশেষ বর্তমান বছরের মে মাসে উৎসবের রীতি অনুযায়ী দু’জন শীর্ষ কর্মকর্তা ঢাকায় এসে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘ত্রিংশ শতাব্দী’ নাটকের প্রদর্শনী দেখে এটি চূড়ান্তভাবে নির্বাচন করেন।‘ত্রিংশ শতাব্দী’ নাটকের মঞ্চায়ন ছাড়াও ‘ফেস্টিভ্যাল টোকিও ২০১৮’-এ টোকিও মেট্রোপলিটন থিয়েটারের ‘এটেলিয়ার ইস্ট’ হলে সেমিনারে ২ নবেম্বর জাহিদ রিপন ‘থিয়েটার অব বাংলাদেশে টুডে : কন্টিনিউশন অব ট্রাডিশন এ্যান্ড মডার্নিজম’ (বাংলাদেশের থিয়েটার আজ : ঐতিহ্য ও আধুনিকতার ধারাবাহিকতা) শীর্ষক বক্তব্য উপস্থাপনের জন্য আমন্ত্রিত হয়েছেন। পাশাপাশি জাহিদ রিপন জাপানের জাতীয় বেতার ‘এনএইচকে রেডিও ওয়ার্ল্ড সার্ভিসে’র আমন্ত্রণে স্বপ্নদলের নাট্যকর্ম-নাট্যদর্শন, জাপানে স্বপ্নদলের নাট্যভ্রমণ এবং বাংলাদেশের সাম্প্রতিক নাট্যচর্চা প্রভৃতি বিষয়ে সাক্ষাতকার অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। এছাড়া স্বপ্নদল জাপান প্রবাসী বাঙালীদের আয়োজনে একটি মতবিনিময় অনুষ্ঠানেও যোগদান করবে। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের অপ্রত্যাশিত পরিণতি এবং পরবর্তী যুদ্ধসমূহ নিয়ে স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনাটি এর আগে দেশের বাইরে যুক্তরাজ্যের লন্ডনে ইউরোপের স্বনামখ্যাত নাট্যোৎসব ‘এ সিজন অব বাংলা ড্রামা-২০১৫’, নয়াদিল্লীর ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি)-তে এশিয়ার বৃহত্তম ও মর্যাদাপূর্ণ ভারতের রাষ্ট্রীয় নাট্যোৎসব ‘ভারত রঙ মহোৎসব-২০১৫’, কলকাতার দমদমে ‘শম্ভু মিত্র ও বিজন ভট্টাচার্য স্মৃতি আন্তর্জাতিক নাট্যোৎসব-২০১৬’সহ ভারতের নানা স্থানে বেশ কিছু আমন্ত্রিত প্রদর্শনীর মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়। স্বপ্নদল গত ১৭ বছর ধরে ‘ত্রিংশ শতাব্দী’ নাটকের মঞ্চায়ন নানা আনুষ্ঠানিকতায় নিয়মিতভাবে ‘হিরোশিমা দিবস’ও পালন করে আসছে। সর্বশেষ গত ৬ আগস্ট ‘হিরোশিমা দিবস-২০১৮’ উপলক্ষে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রযোজনাটির ৯৫তম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।
×