ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আজ থেকে বাজারে নতুন নোট

প্রকাশিত: ০৪:৩৮, ১৩ আগস্ট ২০১৮

  আজ থেকে বাজারে নতুন নোট

প্রতিবছরই ঈদ উপলক্ষে বাজারে নতুন টাকার নোট ছাড়ে বাংলাদেশ ব্যাংক। এবারও ঈদ-উল ফিতরের পর ঈদ-উল আজহায় ব্যাংকগুলোর মাধ্যমে বাজারে নতুন টাকার নোট ছাড়ছে দেশের কেন্দ্রীয় ব্যাংক। ১৩ থেকে ২০ আগস্ট (সাপ্তাহিক ও সরকারী ছুটির দিন ছাড়া) পর্যন্ত ব্যাংক থেকে এ নতুন নোট সংগ্রহ করা যাবে। বাংলাদেশ ব্যাংক এসব তথ্য জানিয়েছে। জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় করা হবে। এছাড়া ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১৪টি শাখা থেকেও ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান টাকার নতুন নোট সংগ্রহ করা যাবে। তবে একজন ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। এছাড়া কাউন্টার থেকে যে কোন মূল্যমানের ধাতব মুদ্রা সংগ্রহ করা যাবে। -অর্থনৈতিক রিপোর্টার
×