ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চীনের সঙ্গে মুক্ত বাণিজ্যের প্রস্তুতি

প্রকাশিত: ০৪:৩৫, ১৩ আগস্ট ২০১৮

 চীনের সঙ্গে মুক্ত  বাণিজ্যের প্রস্তুতি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্য বাড়াতে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তুতি নিয়েছে সরকার। চীনের আগ্রহের কারণেই এই পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রবিবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিং এ তিনি একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ চীনের কাছ থেকে ৫ হাজার ৫৪টি পণ্যের জন্য শুল্ক সুবিধা পেয়ে থাকে। কিন্তু বাংলাদেশ যখন স্বল্পোন্নত দেশ থেকে চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশ হবে তখন এই সুবিধা পাওয়া যাবে না। এ কারণে চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি অথবা লেটার অব এক্সচেঞ্জ বাস্তবায়ন করার উদ্যোগ নেয়া হয়েছে।
×