ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চলতি মাসে তিন কোম্পানির আইপিও আবেদন

প্রকাশিত: ০৪:৩৩, ১৩ আগস্ট ২০১৮

 চলতি মাসে তিন কোম্পানির আইপিও আবেদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চলতি আগস্ট মাসে ৩ কোম্পানিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ৮৪ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে। কোম্পানি ৩টির মধ্যে সিলভা ফার্মাসিউটিক্যালসের ২৯ জুলাই থেকে ‘সাবসক্রিপশন শুরু হয়েছে। আল-আমিন গ্রুপের কোম্পানি সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড তুলবে ৩০ কোটি, কাট্টালি টেক্সটাইল ৩৪ কোটি এবং ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২০ কোটি মিলে মোট ৮৪ কোটি টাকা উত্তোলন করবে। ইতোমধ্যে সিলভা ফার্মাসিউটিক্যালসের আইপিও আবেদন ২৯ জুলাই থেকে শুরু হয়ে চলবে আগামী ৫ আগস্টে শেষ হয়েছে। চলতি মাসে এরপরেই শুরু হবে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আইপিও আবেদন। নিয়ন্ত্রণ কমিশন কোম্পানিটির পরিবর্তিত নতুন তারিখ ঘোষণা করেছে। আইপিও আবেদন ৯ আগস্ট শুরু হয়ে চলবে ১৬ আগস্ট পর্যন্ত। এরপর পবিত্র ঈদ-উল-আজহার শেষে কাট্টালি টেক্সটাইল লিমিটেডের আইপিও আবেদন শুরু হবে। ঈদ পরবর্তী আবেদন ২৮ আগস্ট শুরু হয়ে চলবে ১৩ সেপ্টম্বর পর্যন্ত। আইপিওর মাধ্যমে কোম্পানিটি উত্তোলন করবে ৩৪ কোটি টাকা। তবে গত জুলাই মাসে এসএস স্টিল লিমিটেড নামে আরও একটি কোম্পানির আইপিও অনুমোদন হলেও আইপিও আবেদনের দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি। আগামী সেপ্টেম্বর মাসের শেষে কোম্পানির আইপিও আবেদন শুরু হওয়ায় প্রত্যাশা করেছে কোম্পানির কর্তৃপক্ষ। এসএস স্টিলের আইপিও নিয়ে প্রত্যাশা তাদের অনেক।
×