ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জরিমানা থেকে আদায় করা টাকার ভাগ চায় ট্রাফিক পুলিশ

প্রকাশিত: ০৪:৩০, ১৩ আগস্ট ২০১৮

 জরিমানা থেকে আদায় করা টাকার ভাগ চায় ট্রাফিক পুলিশ

স্টাফ রিপোর্টার ॥ জরিমানা বাবদ যানবাহন থেকে আদায়কৃত টাকার ভাগ চায় ট্রাফিক পুলিশ। বিশ্বের অনেক দেশেই এমন নজির থাকার বিষয় উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে এ টাকার ভাগ প্রদানের যৌক্তিকতা তুলে ধরা হয়েছে। এতে রাজধানীতে বিভিন্ন অনিয়মে ট্রাফিক সার্জেন্ট কর্তৃক দেয়া মামলার আদায়কৃত জরিমানার ৩০ শতাংশ ট্রাফিক পুলিশের নামে বরাদ্দ দিতে সুপারিশ করা হয়। গত সপ্তাহে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া জননিরাপত্তা বিভাগের সচিবের বরাবর এক চিঠিতে এই সুপারিশ করেন। চিঠিতে কমিশনার বলেন-প্রধানমন্ত্রীর নির্দেশিত ট্রাফিক বিভাগের প্রসিকিউশনের মাধ্যমে প্রতিমাসের আদায় করা জরিমানার ৩০ শতাংশ এই বিভাগে কর্মরত সদস্যদের অনুকূলে বরাদ্দ দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। কারণ ঝড় বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের মাঝেও ট্রাফিক পুলিশকে তার দায়িত্ব পালন করে যেতে হয়। ঢাকা মহানগরীতে প্রতিনিয়ত গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ায়, প্রতি দুই পালায় ডিউটি করতে হলেও বর্তমানে কিছু ক্ষেত্রে তিন পালায় ট্রাফিক পুলিশকে ডিউটি করতে হচ্ছে।
×