ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক গবেষণা কর্মশালা শুরু

প্রকাশিত: ০৪:২৯, ১৩ আগস্ট ২০১৮

 ‘কমিউনিকেশন ফর  ডেভেলপমেন্ট’  শীর্ষক গবেষণা  কর্মশালা শুরু

কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট (সিফরডি) শীর্ষক তিন দিনব্যাপী গবেষণা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান রবিবার হোটেল আমারি ঢাকাতে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিশু অধিকার বিষয়ে গবেষণার জন্য যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন শীমা সেন গুপ্ত, ডেপুটি কান্ট্রি রিপ্রেজেনটেটিভ, ইউনিসেফ, বাংলাদেশ। নেহা কাপিল, সিফরডি সেকশন চিফ, ইউনিসেফ, বাংলাদেশ এবং ড. মোঃ ফখরুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, আইসিসি, ইউজিসি অন্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য দেন। ওহাইও ইউনিভার্সিটি এবং বাংলাদেশের ১১টি পাবলিক ও প্রাইভেট বিশ^বিদ্যালয়ের শিক্ষক এবং ইউজিসি ও ইউনিসেফের উর্ধতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×