ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বগুড়ায় মালবাহী ট্রাক থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায়

প্রকাশিত: ০৪:০৪, ১৩ আগস্ট ২০১৮

  বগুড়ায় মালবাহী  ট্রাক থেকে  লাখ লাখ টাকা  চাঁদা আদায়

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ নওগাঁর তিলকপুর থেকে ট্রাক বোঝাই মরিচ নিয়ে বগুড়ার ওপর দিয়ে সকালে চট্টগ্রাম যাচ্ছিলেন ট্রাকচালক জিল্লুর ইসলাম জিল্লার। রবিবার সকাল দশটায় বগুড়ার সীমানায় তার ট্রাকটি প্রবেশের সঙ্গে লাঠি হাতে এগিয়ে এসে ট্রাক থামানোর নির্দেশ দিলেন কয়েকজন। দাবি করলেন, তারা ট্রাক মলিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের লোক। পাঁচটি চাঁদা রশিদ ধরিয়ে দিয়ে তার কাছ থেকে নেয়া হলো দেড় শ’ টাকা চাঁদা। ট্রাক চাঁদাবাজির এমন তৎপরতা বগুড়ার সড়ক মাহসড়ক জুড়ে বিভিন্ন পয়েন্টে এখন ‘স্বভাবিক’ দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। বগুড়ার সীমানায় ঢুকলেই অথবা বগুড়া থেকে যে কোন মালবাহী ট্রাক এক স্থান থেকে অন্যস্থানে রওনা হলে চাঁদা না দিয়ে নিস্তার নেয়। এমনি সড়ক চাঁদাবাজির মুখে সাধারণ ট্রাক মালিকরা অসহায় হয়ে পড়েছেন। প্রতিদিন ট্রাক প্রতি বিভিন্ন খাত দেখিয়ে আদায় করা হচ্ছে দেড় শ’ থেকে আড়াই শ’ টাকা পর্যন্ত। এমনি ভাবে বগুড়ায় মাল ও পণ্যবাহী ট্রাক থেকে প্রতিদিন ৫ লক্ষাধিক টাকা আদায় করা হচ্ছে। এছাড়া বগুড়া ট্রাক মালিক সমিতিতে ভর্তির জন্য নেয়া হচ্ছে মোটা অংকের টাকা নেয়ার অভিযোগ রয়েছে। আর সাধারণ ট্রাক মালিকরা ভয়ে এই দাবি পূরণ করেছে। কারণ ট্রাক মালিক সমিতি সঙ্গে জড়িত কয়েক জনের নামে রয়েছে ব্যাপক সন্ত্রাসী প্রভাব। সব মিলিয়ে বগুড়ার চাঁদাবাজির কাছে সাধারণ ট্রাক মালিকরা জিম্মি হয়ে পড়েছেন।
×