ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে হত্যার দায়ে দুইজনের মৃত্যুদন্ড

প্রকাশিত: ০৪:০১, ১৩ আগস্ট ২০১৮

 চাঁপাইয়ে হত্যার দায়ে দুইজনের মৃত্যুদন্ড

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শিবগঞ্জে সেরেনা খাতুন হত্যা মামলায় এক নারীসহ দুইজনকে মৃত্যুদন্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- শিবগঞ্জ উপজেলার মোহনবাগের কান্তু মন্ডলের ছেলে আব্দুল মান্নান (৪৪) ও শ্যামপুর চৌধুরীপাড়ার দাউদ আলীর মেয়ে সুফিয়া বেগম (৩৫)। এদের মধ্যে সুফিয়া বেগম পলাতক রয়েছেন। ওই মামলার অপর আসামি শিবগঞ্জের পিঠালীতলার আবুল বাসারকে খালাস দেয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর রাতে দেওয়ান জাইগির গ্রামের স্বামী পরিত্যক্তা সেরেনা খাতুনকে বিয়ের প্রলোভন দিয়ে সুফিয়া বেগমের সহায়তায় ডেকে নিয়ে যান আব্দুল মান্নান। পরে সেলিমবাদের একটি আমবাগানে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। . গাজীপুরে এক স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, স্ত্রী হত্যার দায়ে স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক রবিবার ওই রায় দেন। ফাঁসির দন্ডপ্রাপ্তের নাম মোঃ আনিছুর রহমান (৩৫)। সে দিনাজপুরের ফুলবাড়ি থানার উত্তরকৃষ্ণপুর এলাকার মৃত আনসার আলীর ছেলে। উল্লেখ্য, পঞ্চগড় জেলা সদরের আমলাহার এলাকার মঞ্জুর হকের মেয়ে মৌসুমি আক্তারকে (২১) পারিবারিকভাবে বিয়ে করে আনিছুর রহমান। বিয়ের পর তারা গাজীপুরে টঙ্গীর দক্ষিণ আউচপাড়া বালুর মাঠ বস্তি এলাকার সিরাজ মিয়ার বাড়িতে ভাড়া থাকত। ২০১৫ সালের ৫ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে ভাড়া বাসায় স্বামী আনিছুর রহমান বটি দিয়ে কুপিয়ে মৌসুমিকে হত্যা করে।
×